বাংলাদেশের জার্সিতে মারুফা আক্তারের অভিষেক ২০২২ এর ৪ ডিসেম্বর। ১৪ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। যার মধ্যে নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে গত বছর ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রেখেছেন মারুফা। বাংলাদেশের এই নারী পেসার তাঁর পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন।
ভারতের বিপক্ষে গত বছরের ১৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। এটাই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। স্মৃতি মান্ধানা, প্রিয়া পুনিয়া, আমানজত কৌর, স্নেহ রানা—এই চার ভারতীয় ব্যাটারের উইকেট নিয়েছেন। মারুফার এই বোলিং ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলিং নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংও এটা।
মারুফা ২০২৩ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৪.৫২ ইকোনমিতে নেন ১০ উইকেট। ১৪ টি-টোয়েন্টি খেলে নেন ১০ উইকেট। ইকোনমি ৫.৭৭। গত বছরের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মনোনয়নও তিনি পেয়েছেন। শেষ পর্যন্ত তাঁকে টপকে অস্ট্রেলিয়ার ফোব লিচফিল্ড জেতেন উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন।
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার:
মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং: মারুফা আক্তার (বাংলাদেশ); ২৯ রানে ৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত;
মেয়েদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা); ১৪০ *; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড;
ছেলেদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); ২০১ *; প্রতিপক্ষ: আফগানিস্তান;
ছেলেদের ওয়ানডেতে সেরা বোলিং: মোহাম্মদ শামি (ভারত); ৫৭ রানে ৭ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড;
বাংলাদেশের জার্সিতে মারুফা আক্তারের অভিষেক ২০২২ এর ৪ ডিসেম্বর। ১৪ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। যার মধ্যে নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে গত বছর ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রেখেছেন মারুফা। বাংলাদেশের এই নারী পেসার তাঁর পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন।
ভারতের বিপক্ষে গত বছরের ১৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। এটাই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। স্মৃতি মান্ধানা, প্রিয়া পুনিয়া, আমানজত কৌর, স্নেহ রানা—এই চার ভারতীয় ব্যাটারের উইকেট নিয়েছেন। মারুফার এই বোলিং ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলিং নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংও এটা।
মারুফা ২০২৩ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৪.৫২ ইকোনমিতে নেন ১০ উইকেট। ১৪ টি-টোয়েন্টি খেলে নেন ১০ উইকেট। ইকোনমি ৫.৭৭। গত বছরের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মনোনয়নও তিনি পেয়েছেন। শেষ পর্যন্ত তাঁকে টপকে অস্ট্রেলিয়ার ফোব লিচফিল্ড জেতেন উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন।
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার:
মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং: মারুফা আক্তার (বাংলাদেশ); ২৯ রানে ৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত;
মেয়েদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা); ১৪০ *; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড;
ছেলেদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); ২০১ *; প্রতিপক্ষ: আফগানিস্তান;
ছেলেদের ওয়ানডেতে সেরা বোলিং: মোহাম্মদ শামি (ভারত); ৫৭ রানে ৭ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড;
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে