Ajker Patrika

যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২২: ১৩
যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরপর নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে গড়াবে যুব বিশ্বকাপ। আসর দুটিকে সামনে রেখে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন রাকিবুল হাসান। তার সহকারী প্রান্তিক নওরোজ নাবিল। 

এ ছাড়া চারজন স্ট্যান্ডবাই ও দুজন ট্রাভেলিং রিজার্ভ রাখা হয়েছে দলে। সবশেষ ২০২০ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একজনই আছেন এবারের দলে। তিনি অধিনায়ক রাকিবুল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ‘এ' গ্রুপের ম্যাচে তাদের তিন প্রতিপক্ষ কানাডা, আরব আমিরাত ও ইংল্যান্ড। ১৬ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এরপর ২০ জানুয়ারি কানাডা এবং ২২ জানুয়ারি আরব আমিরাতকে মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৬ দলের এই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। তাদের পরিবর্তিত হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। ৫ ফেব্রুয়ারি অ্যান্টিগায় ফাইনাল অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। আট দলের এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, কুয়েত ও শ্রীলঙ্কা। পর্যায়ক্রমে আগামী ২৩,২৫ ও ২৮ ডিসেম্বর তিনটি দলের বিপক্ষে লড়বেন রাকিবুলরা। নতুন বছরের প্রথম দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল: 

রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আরিচ মোল্লাহ, আব্দুল্লা আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, মো. ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মো. আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন। 

ট্রাভেলিং রিজার্ভ: 

আহসান হাবিব লিয়ন, জিসান আলম। 

স্ট্যান্ডবাই: 

মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত