ক্রীড়া ডেস্ক
সুযোগ হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল রাতে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপে সরাসরি খেলতে একটি পয়েন্ট দরকার ছিল বাংলাদেশের। এই ম্যাচটা জিতলেই চলতো। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চরম ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ ১১ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেষ পাঁচ ব্যাটার মিলে রান করেছেন ১! এমন নখদন্তহীন ব্যাটিংয়ের পর ৪৩.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ ৬৮ রান পর্যন্ত বাংলাদেশের উইকেট পড়েছিল ১টি। সফরকারীদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ২৭.৩ ওভারে তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল স্বাগতিকেরা।
হেইলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের ৪৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় উইন্ডিজ। ১২ তম ওভারে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন হেইলি (২২)। দলীয় ৭৩ রানে মারুফা আক্তারের শিকার হন কিয়ানা (৩৯)। তৃতীয় উইকেটে বাকি কাজ অনায়াসে সেরে নেন শেমাইন ক্যাম্পবেল ও ডিয়ান্দ্রা ডটিন। ক্যাম্পবেল ২৫ ও ডটিন ৩৫ রানে অপরাজিত থাকেন।
ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে কখনোই ধারাবাহিক ছিল না তারা। আগের ম্যাচে ১৮০ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ব্যাটাররা বোলারদের জন্য নির্ভর করার মতো কোনো সংগ্রহই এনে দিতে পারেননি। দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনের (১) উইকেট হারায় বাংলাদেশ।
ছন্দে থাকা ফারজানা হক ও শারমিন আক্তার শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন। সিঙ্গেল-ডাবলে রান তুললেও বাউন্ডারি পাচ্ছিলেন না সেভাবে। প্রথম উইকেট দ্রুত ফেরালেও দ্বিতীয় উইকেট নিতে ক্যারিবীয়দের অপেক্ষা করতে হয়েছে ২০ তম ওভার পর্যন্ত। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ফারজানা। ৬৫ বল খেলে একটি চারে ২২ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর খেই হারায় বাংলাদেশ।
ফারজনার পরপরই ফেরেন শারমিন। হেইলি ম্যাথুসের বলে মিড অফে ক্যাচ দেন। পাঁচটি চারে ৫৮ বলে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার এ ম্যাচে ব্যর্থ হয়ে ফেরেন ২৯ বলে ১১ রান করে। ৬২ বলে ২৫ রান করেছেন সোবহানা মোস্তারি। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পোঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার অত দূরও যেতে পারেননি। এর মধ্যে ৪ ব্যাটার ফেরেন ০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার কারিশমা রামহারক ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটি পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সিরিজে নিয়েছেন ৮ উইকেট।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা আগেই নিশ্চিত করে ফেলেছিল সরাসরি বিশ্বকাপে খেলা। এই ম্যাচটি জিতলে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশও। কিন্তু হেরে যাওয়ায় তারা থেকে গেল সাত নম্বরে। বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়েও একটি জয় বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড।
বাংলাদেশকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব টপকাতে হবে। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাইপর্ব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাইপর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও পয়েন্ট টেবিলের শেষ দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে। তাদের সঙ্গে থাকবে র্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।
সুযোগ হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল রাতে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপে সরাসরি খেলতে একটি পয়েন্ট দরকার ছিল বাংলাদেশের। এই ম্যাচটা জিতলেই চলতো। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চরম ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ ১১ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেষ পাঁচ ব্যাটার মিলে রান করেছেন ১! এমন নখদন্তহীন ব্যাটিংয়ের পর ৪৩.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ ৬৮ রান পর্যন্ত বাংলাদেশের উইকেট পড়েছিল ১টি। সফরকারীদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ২৭.৩ ওভারে তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল স্বাগতিকেরা।
হেইলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের ৪৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় উইন্ডিজ। ১২ তম ওভারে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন হেইলি (২২)। দলীয় ৭৩ রানে মারুফা আক্তারের শিকার হন কিয়ানা (৩৯)। তৃতীয় উইকেটে বাকি কাজ অনায়াসে সেরে নেন শেমাইন ক্যাম্পবেল ও ডিয়ান্দ্রা ডটিন। ক্যাম্পবেল ২৫ ও ডটিন ৩৫ রানে অপরাজিত থাকেন।
ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে কখনোই ধারাবাহিক ছিল না তারা। আগের ম্যাচে ১৮০ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ব্যাটাররা বোলারদের জন্য নির্ভর করার মতো কোনো সংগ্রহই এনে দিতে পারেননি। দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনের (১) উইকেট হারায় বাংলাদেশ।
ছন্দে থাকা ফারজানা হক ও শারমিন আক্তার শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন। সিঙ্গেল-ডাবলে রান তুললেও বাউন্ডারি পাচ্ছিলেন না সেভাবে। প্রথম উইকেট দ্রুত ফেরালেও দ্বিতীয় উইকেট নিতে ক্যারিবীয়দের অপেক্ষা করতে হয়েছে ২০ তম ওভার পর্যন্ত। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ফারজানা। ৬৫ বল খেলে একটি চারে ২২ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর খেই হারায় বাংলাদেশ।
ফারজনার পরপরই ফেরেন শারমিন। হেইলি ম্যাথুসের বলে মিড অফে ক্যাচ দেন। পাঁচটি চারে ৫৮ বলে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার এ ম্যাচে ব্যর্থ হয়ে ফেরেন ২৯ বলে ১১ রান করে। ৬২ বলে ২৫ রান করেছেন সোবহানা মোস্তারি। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পোঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার অত দূরও যেতে পারেননি। এর মধ্যে ৪ ব্যাটার ফেরেন ০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার কারিশমা রামহারক ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটি পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সিরিজে নিয়েছেন ৮ উইকেট।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা আগেই নিশ্চিত করে ফেলেছিল সরাসরি বিশ্বকাপে খেলা। এই ম্যাচটি জিতলে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশও। কিন্তু হেরে যাওয়ায় তারা থেকে গেল সাত নম্বরে। বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়েও একটি জয় বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড।
বাংলাদেশকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব টপকাতে হবে। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাইপর্ব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাইপর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও পয়েন্ট টেবিলের শেষ দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে। তাদের সঙ্গে থাকবে র্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে