Ajker Patrika

মুখে ফুটবলের আঘাতে হাসপাতালে মিরাজ  

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১২: ১৩
মুখে ফুটবলের আঘাতে হাসপাতালে মিরাজ  

অনুশীলন শুরুর আগে প্রায়ই ফুটবল খেলে গা গরম করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের আগেও ফুটবল খেলায় মেতে ওঠেন সাকিব আল হাসানরা। 

সকালে ওই গা গরমের ফুটবল খেলতে গিয়েই হয়েছে বিপত্তি। মুখে ফুটবলের আঘাতে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের মুখে । সঙ্গে সঙ্গেই মুখে হাত দিয়ে বসে পড়েন এই অলরাউন্ডার। বেশ কিছুক্ষণ তাঁকে মাটিতে গড়াগড়িও খেতে দেখা যায়। 

পরে ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গেছে, স্ক্যানে চিন্তিত হওয়ার মতো কিছু দেখা যায়নি। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে চোট সমস্যা যেন পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। গতকাল ঐচ্ছিক অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন জাকির হাসান। 

আঙুলে চোট পেয়েছেন প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির। চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে। তাঁর জায়গায় প্রায় আট বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার। ২০১৫ সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি এই সংস্করণে। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত