Ajker Patrika

প্রথম দিনেই বাংলাদেশের ঘাড়ে চড়ে বসল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে প্রথম দিনটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। সফরকারী দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েই ৩০০ পেরিয়ে গেছে। ছবি: বিসিবি
চট্টগ্রামে প্রথম দিনটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। সফরকারী দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েই ৩০০ পেরিয়ে গেছে। ছবি: বিসিবি

মিরপুরে প্রথম টেস্ট হেরে এমনিতেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে যখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, এই সুযোগটাই ভালোমতো কাজে লাগাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ৩০০ ছাড়িয়েছে প্রোটিয়ারা।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশের ফিল্ডাররা যেমন ক্যাচ মিস করেছেন, তেমনি ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে কাতড়াতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর দলকে। সাগরিকায় ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। টনি দে জর্জির সামনে এখন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দ্বিতীয় সেঞ্চুরিতে পরিণত করার হাতছানি। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার।

তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। তাঁদের মধ্যে আছেন টেস্টে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও। সেই অঙ্কন আজ ক্যাচ মিস করেছেন। যার ফলে ৬.১ ওভারে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারাতে গিয়েও হারায়নি দক্ষিণ আফ্রিকা। বোলার ছিলেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৬ রানে জীবন পেয়ে জর্জি ছুটছেন নিজের গতিতে।

ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের জুটিটা আর বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ত্রিস্তান স্টাবস। ওপেনার দে জর্জিকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন স্টাবস। ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। স্তাবস ও দে জর্জি দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন লাঞ্চের পরে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি দে জর্জি পেয়েছেন ৭২ বলে। কাভার ড্রাইভ ও স্কয়ার কাটেই বেশি রান করেন। অন্যদিকে জর্জি ফ্লিক শটে ব্যস্ত রেখেছেন বাংলাদেশকে। স্লগ সুইপ, স্কয়ার কাট খেলেও রানের চাকা সচল রাখেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার।  

৬৯ রানে আরেক দফা জীবন পান দে জর্জি। ৪১তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপের হাত গলে ক্যাচ মিস হয়েছে। তাতে ১৪১ রানেই দক্ষিণ আফ্রিকা হারাতে পারত দ্বিতীয় উইকেট। বাংলাদেশের এমন ভুলের সুযোগে স্তাবস তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। প্রোটিয়া ব্যাটারের লেগেছে ১০৬ বল। অন্যদিকে দুই বার জীবন পাওয়া দে জর্জি ১৪৭ বলে পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ৫৫তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজকে চার মেরে জর্জি ছুঁয়েছেন তিন অঙ্ক। ১৫২ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত জর্জি। স্টাবস ব্যাটিং করছেন ৬৫ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত