নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুযোগের সদ্ব্যবহার বুঝি একেই বলে! ব্যাপারটা একটু খুলেই বলা যাক। এবারের বিপিএলে শুরুতে দল পাননি মুনিম শাহরিয়ার। তবে ড্রাফটের বাইরে থেকে তাঁকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। আচমকা পাওয়া সুযোগটা হেলায় হারাননি মুনিম। নির্বাচকদের ‘রাডারে’ তিনি আগে থেকেই ছিলেন, বিপিএলে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে এবার জায়গা করে নিলেন জাতীয় দলে।
সময়টাও একদম সুপ্রসন্ন ছিল মুনিমের জন্য। সেটাই দুহাতে পুরে নিয়েছেন এই ওপেনার। বিপিএলের পরেই করা নাড়ছিল আফগানিস্তান সিরিজ। আগামী বুধবার থেকে শুরু ওয়ানডে সিরিজ। সেই দল আগেই ঘোষণা করেছে বিসিবি। আজ জানাল টি-টোয়েন্টি সিরিজের দল। একই সঙ্গে সবচেয়ে বড় চমক ও সময়ের দাবি মিটিয়ে দলে জায়গা করে নিয়েছেন মুনিম।
মুনিমের সঙ্গে টি-টোয়েন্টি দলে চমক বলতে আর একটি, প্রথমবার ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। রাব্বিও বলতেই পারেন, ‘সুসময় বোধ হয় এভাবেই আসে’! দেড় বছরের বেশি সময় জাতীয় দলের সঙ্গে থেকেও খেলার সুযোগ পাচ্ছিলেন না কোনোভাবে। ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। কদিন আগে দেওয়া আফগান বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এবার ডাক পড়ল টি-টোয়েন্টি দলেও।
এবারের বিপিএলে দুজনেই ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ছয় ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম। দেশি ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে টি-টোয়েন্টির দাবি মেটাতে পেরেছেন ২৩ বছর এই ব্যাটার। অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে ১১ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন রাব্বি। এ ছাড়া মোটামুটি নিয়মিত মুখগুলোই আছে আফগান সিরিজের টি-টোয়েন্টির দলে।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম
সুযোগের সদ্ব্যবহার বুঝি একেই বলে! ব্যাপারটা একটু খুলেই বলা যাক। এবারের বিপিএলে শুরুতে দল পাননি মুনিম শাহরিয়ার। তবে ড্রাফটের বাইরে থেকে তাঁকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। আচমকা পাওয়া সুযোগটা হেলায় হারাননি মুনিম। নির্বাচকদের ‘রাডারে’ তিনি আগে থেকেই ছিলেন, বিপিএলে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে এবার জায়গা করে নিলেন জাতীয় দলে।
সময়টাও একদম সুপ্রসন্ন ছিল মুনিমের জন্য। সেটাই দুহাতে পুরে নিয়েছেন এই ওপেনার। বিপিএলের পরেই করা নাড়ছিল আফগানিস্তান সিরিজ। আগামী বুধবার থেকে শুরু ওয়ানডে সিরিজ। সেই দল আগেই ঘোষণা করেছে বিসিবি। আজ জানাল টি-টোয়েন্টি সিরিজের দল। একই সঙ্গে সবচেয়ে বড় চমক ও সময়ের দাবি মিটিয়ে দলে জায়গা করে নিয়েছেন মুনিম।
মুনিমের সঙ্গে টি-টোয়েন্টি দলে চমক বলতে আর একটি, প্রথমবার ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। রাব্বিও বলতেই পারেন, ‘সুসময় বোধ হয় এভাবেই আসে’! দেড় বছরের বেশি সময় জাতীয় দলের সঙ্গে থেকেও খেলার সুযোগ পাচ্ছিলেন না কোনোভাবে। ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। কদিন আগে দেওয়া আফগান বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এবার ডাক পড়ল টি-টোয়েন্টি দলেও।
এবারের বিপিএলে দুজনেই ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ছয় ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম। দেশি ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে টি-টোয়েন্টির দাবি মেটাতে পেরেছেন ২৩ বছর এই ব্যাটার। অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে ১১ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন রাব্বি। এ ছাড়া মোটামুটি নিয়মিত মুখগুলোই আছে আফগান সিরিজের টি-টোয়েন্টির দলে।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে