Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং নিল বাংলাদেশ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৫: ৩৭
পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং নিল বাংলাদেশ

সাড়ে চার ঘণ্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া বাদ সেধেছে। বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বাধীন দলে দুই বছর পর টেস্টে ফিরেছেন সাদমান ইসলাম। তাতে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে দেখা যেতে পারে সাদমানকে।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক—অভিজ্ঞ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের একাদশে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ। শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা তিন পেসার নিয়েছে বাংলাদেশ। যেখানে নাহিদ ও হাসান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর দুই দিন আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এই টেস্টে খেলবে পেস-নির্ভর দল নিয়ে। বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা তিনজন কালেভদ্রে বোলিং করেন। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী স্বীকৃত চার পেসার আছেন পাকিস্তানের একাদশে। প্রথম দিনে ৪৮ ওভার খেলা হবে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ

পাকিস্তান একাদশ 
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত