সাড়ে চার ঘণ্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া বাদ সেধেছে। বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বাধীন দলে দুই বছর পর টেস্টে ফিরেছেন সাদমান ইসলাম। তাতে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে দেখা যেতে পারে সাদমানকে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক—অভিজ্ঞ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের একাদশে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ। শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা তিন পেসার নিয়েছে বাংলাদেশ। যেখানে নাহিদ ও হাসান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন।
রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর দুই দিন আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এই টেস্টে খেলবে পেস-নির্ভর দল নিয়ে। বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা তিনজন কালেভদ্রে বোলিং করেন। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী স্বীকৃত চার পেসার আছেন পাকিস্তানের একাদশে। প্রথম দিনে ৪৮ ওভার খেলা হবে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী
আরও পড়ুন:
সাড়ে চার ঘণ্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া বাদ সেধেছে। বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বাধীন দলে দুই বছর পর টেস্টে ফিরেছেন সাদমান ইসলাম। তাতে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে দেখা যেতে পারে সাদমানকে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক—অভিজ্ঞ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের একাদশে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ। শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা তিন পেসার নিয়েছে বাংলাদেশ। যেখানে নাহিদ ও হাসান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন।
রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর দুই দিন আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এই টেস্টে খেলবে পেস-নির্ভর দল নিয়ে। বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা তিনজন কালেভদ্রে বোলিং করেন। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী স্বীকৃত চার পেসার আছেন পাকিস্তানের একাদশে। প্রথম দিনে ৪৮ ওভার খেলা হবে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী
আরও পড়ুন:
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৫ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪০ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে