Ajker Patrika

নামের জোরেই আইপিএলে টিকে আছেন রোহিত, দাবি ভনের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৫: ৪৪
রোহিতের ব্যাটিং দেখে হতাশ ভন। ছবি: ক্রিকইনফো
রোহিতের ব্যাটিং দেখে হতাশ ভন। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির পর ছন্দ হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা। চার-ছক্কার ধুন্ধুমার আইপিএলে যেখানে রানের বন্যা বয়ে গেছে, রোহিতের তখন চলছে শনির দশা। ভক্ত-সমর্থকেরা যে রোহিতের থেকে বিস্ফোরক ইনিংস দেখতে মুখিয়ে থাকেন, সেখানে একরাশ হতাশা উপহার দিচ্ছেন ভারতের এই তারকা ব্যাটার।

এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে এই পর্যন্ত তিন ম্যাচ রোহিত করেছেন ২১ রান। ৭ গড় ও ১০৫ স্ট্রাইকরেট তাঁর মতো ব্যাটারের সঙ্গে মানানসই নয়। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ বলে ৮ রান করে রোহিত বোল্ড হয়েছেন মোহাম্মদ সিরাজের বলে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের পেসার হারশিত রানাকে ছক্কা মেরে রোহিত বড় ইনিংসের আভাস দেন ঠিকই। কিন্তু ১২ বলে ১৩ রান করেই ড্রেসিংরুমে ফিরে গেছেন রোহিত। আন্দ্রে রাসেলকে নিজের উইকেটটা রোহিত এক রকম উপহার দিয়েছেন।

বড় ইনিংস যেমন খেলতে পারছেন না, তেমনি রোহিতের আউটের ধরন দেখে হতাশ মাইকেল ভন। ক্রিকবাজে গত রাতে কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ভন বলেন, ‘মনে রাখতে হবে রোহিতকে আমার শুধু ব্যাটার হিসেবেই দেখছি। কারণ, সে এখন মুম্বাইয়ের অধিনায়ক না। এমন গড়পড়তা পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। নাম রোহিত শর্মা না হলে সে হয়তো জায়গা হারাত। তার সংখ্যাগুলোর (রান) দিকে তাকান। রোহিত শর্মার সঙ্গে সংখ্যাগুলো অবশ্যই যায় না।’

এবারের আইপিএলে তিন ইনিংসেই রোহিত ওপেনিংয়ে খেলেছেন। তবে ওপেনারদের যেখানে সুর বেঁধে দেওয়ার কথা, সেটা তিনি করতে পারছেন কই? ভনের মতে রোহিতের মতো ক্রিকেটারের ব্যাট না হাসলে দলের ভালো হবে না। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি তাকে বাদ দেওয়ার কথা বলছি না এবং এমন তো না আমার কথাতেই তাকে তারা (মুম্বাই ইন্ডিয়ান্স) বাদ দেবে। আসলে তার রানের প্রয়োজন। যখন টপ অর্ডারে দলের সবচেয়ে বয়স্ক, তারকা ক্রিকেটার হয়ে পারফরম্যান্স ঠিকমতো হয় না, তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায়।’

৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে রোহিতের নেতৃত্বাধীন ভারত। সেই টুর্নামেন্টে তিনি পাঁচ ইনিংসে ৩৬ গড়ে করেন ১৮০ রান। ফিফটি ছিল একটি ও স্ট্রাইকরেট ১০০। কিন্তু আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন রোহিত। অধিনায়ক না হওয়ায় রানে ফেরাটা রোহিতের জন্য জরুরি বলে মনে করছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হলে রানটা হয়তো এত বড় কিছু হতো না। অধিনায়ক হিসেবে সে নিজের কৌশল, বুদ্ধি কাজে লাগাত। ভারতের হয়ে সে এটা করে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আগে আমরা এমনটা করতে দেখেছি। তবে মুম্বাইয়ের অধিনায়ক না হওয়ার কারণে রান দিয়েই বিচার করতে হবে।’

ওয়াংখেড়েতে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে এটা মুম্বাইয়ের প্রথম জয়। পয়েন্ট টেবিলের তলানি থেকে ছয় নম্বরে উঠে এসেছে তারা। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট এখন মুম্বাইয়ের। দলটির নেট রানরেট +০.৩০৯। সমান ৩ ম্যাচে ২ পয়েন্ট হলেও -১.৪২৮ নেট রানরেটের কারণে দশ নম্বরে এখন কলকাতা। লক্ষ্ণৌয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংসের ম্যাচ। এই মাঠেই শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত