ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।
১৫.৫ ওভারে ৫ রান, ৪ উইকেট—সিলসের এমন বোলিং দেখে উইকেটের চেয়ে স্বাভাবিকভাবেই তাঁর রান খরচের দিকে চোখ পড়েছে সবার। কারণ, ওভার প্রতি ১ রানও তিনি দেননি। ০.৩১ ইকোনমিতে বোলিং করে ১৯৭৮ সাল থেকে হিসেব করলে এটাই সবচেয়ে কৃপণ বোলিং। হিসেবটা করা হয়েছে কমপক্ষে ৬০ বোলিং করা বোলারদের ক্ষেত্রে। আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০.৪২ ইকোনমিতে বোলিং করে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৭০ রানে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এখান থেকে সফরকারীরা আর ১০০ রানও যোগ করতে পারেনি। ১৬৪ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। রেকর্ড বই তছনছ করে দেওয়া সিলস তাঁর উইকেটের হালখাতা খোলেন লিটন দাসকে ফিরিয়ে। ক্যারিবীয় পেসার এরপর নিয়েছেন তাসকিন আহমেদ, মিরাজ, নাহিদ রানা-বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট। যেখানে নাহিদকে বোল্ড করে সিলস বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। শেষ ৫ রান যোগ করতে বাংলাদেশ যে শেষ ৩ উইকেট হারিয়েছে, সবগুলোই নিয়েছেন সিলস।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। ১৩৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টে এই বাঁহাতি ব্যাটার ৪ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মিরাজ। সিলসের পর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেছেন শামার জোসেফ। ১৫ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ নিয়েছেন ২ ও ১ উইকেট।
আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে আগেভাগে। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রানে দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করেছে ৩৭ ওভার। একমাত্র উইকেটটি পেয়েছেন নাহিদ। উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাহিদ। ৪৭ বলে ১ চারে লুইস করেন ১২ রান। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত। কিসি কার্টি ব্যাটিং করছেন ১৯ রানে।
ব্র্যাথওয়েট অবশ্য ২৬ রানেই ফিরতে পারতেন। তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভারে ক্যাচ মিস করেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। এখন স্বাগতিকেরা আজ রাতে তৃতীয় দিনের খেলা শুরু করবে ৯ উইকেট হাতে নিয়ে। তারা পিছিয়ে এখনো ৯৪ রানে।
রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।
১৫.৫ ওভারে ৫ রান, ৪ উইকেট—সিলসের এমন বোলিং দেখে উইকেটের চেয়ে স্বাভাবিকভাবেই তাঁর রান খরচের দিকে চোখ পড়েছে সবার। কারণ, ওভার প্রতি ১ রানও তিনি দেননি। ০.৩১ ইকোনমিতে বোলিং করে ১৯৭৮ সাল থেকে হিসেব করলে এটাই সবচেয়ে কৃপণ বোলিং। হিসেবটা করা হয়েছে কমপক্ষে ৬০ বোলিং করা বোলারদের ক্ষেত্রে। আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০.৪২ ইকোনমিতে বোলিং করে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৭০ রানে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এখান থেকে সফরকারীরা আর ১০০ রানও যোগ করতে পারেনি। ১৬৪ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। রেকর্ড বই তছনছ করে দেওয়া সিলস তাঁর উইকেটের হালখাতা খোলেন লিটন দাসকে ফিরিয়ে। ক্যারিবীয় পেসার এরপর নিয়েছেন তাসকিন আহমেদ, মিরাজ, নাহিদ রানা-বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট। যেখানে নাহিদকে বোল্ড করে সিলস বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। শেষ ৫ রান যোগ করতে বাংলাদেশ যে শেষ ৩ উইকেট হারিয়েছে, সবগুলোই নিয়েছেন সিলস।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। ১৩৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টে এই বাঁহাতি ব্যাটার ৪ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মিরাজ। সিলসের পর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেছেন শামার জোসেফ। ১৫ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ নিয়েছেন ২ ও ১ উইকেট।
আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে আগেভাগে। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রানে দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করেছে ৩৭ ওভার। একমাত্র উইকেটটি পেয়েছেন নাহিদ। উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাহিদ। ৪৭ বলে ১ চারে লুইস করেন ১২ রান। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত। কিসি কার্টি ব্যাটিং করছেন ১৯ রানে।
ব্র্যাথওয়েট অবশ্য ২৬ রানেই ফিরতে পারতেন। তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভারে ক্যাচ মিস করেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। এখন স্বাগতিকেরা আজ রাতে তৃতীয় দিনের খেলা শুরু করবে ৯ উইকেট হাতে নিয়ে। তারা পিছিয়ে এখনো ৯৪ রানে।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩৯ মিনিট আগেবিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৩ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৪ ঘণ্টা আগে