Ajker Patrika

শান্তকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমরানুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২২: ৪১
শান্তকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমরানুর

বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ইমরানুর রহমান। নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ‘২০২৩ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ চ্যাম্পিয়ন হয়েছেন ইমরানুর।

প্রথম রানার্সআপ হয়েছেন শান্ত। বাংলাদেশের তরুণ ফুটবলার রাকিব হোসেন হয়েছেন দ্বিতীয় রানার্সআপ। শান্ত, রাকিব দুজনেই পেয়েছেন ৫০ হাজার টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন ইমরানুর পেয়েছেন ১ লাখ টাকার পুরস্কার। স্পোর্টস পারসন অব দ্য ইয়ারের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইমরানুর। ইমরানুর বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে। সেখানে ভালো কিছু করতে চাই।’

স্পোর্টস পারসন অব দ্য ইয়ারে রানার্সআপ শান্ত ও রাকিব অন্যান্য পুরস্কারও জিতেছেন। ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন শান্ত। রাকিব হয়েছেন বর্ষসেরা ফুটবলার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ফারজানা হক পিংকি। দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মোরসালিন। বর্ষসেরা দলগত সাফল্যের পুরস্কার পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুবাইয়ে গত বছরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

বিএসপিএ’র বর্ষসেরা অনুষ্ঠানে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। ছবি: বিএসপিএ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দিয়ে আসছে বিএসপিএ। সেই ধারাবাহিকতায় আজ পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে ২০২৩ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী।

পুরস্কার পেলেন যারা

  • স্পোর্টস পারসন অব দ্য ইয়ার
  • চ্যাম্পিয়ন-ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স) 
  • রানার্সআপ নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল) 
  • পপুলার চয়েজ অ্যাওয়ার্ড-শেখ মোরসালিন (ফুটবল) 
  • বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)-নাজমুল হোসেন শান্ত
  • বর্ষসেরা ক্রিকেটার (নারী)-ফারজানা হক পিংকি 
  • বর্ষসেরা ফুটবলার-রাকিব হোসেন 
  • বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)-ইমরানুর রহমান 
  • বর্ষসেরা বক্সার-সেলিম হোসেন 
  • বর্ষসেরা শুটার-কামরুন নাহার কলি 
  • বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়-রামহিম লিয়ন বম 
  • উদীয়মান ক্রীড়াবিদ-শেখ মোরসালিন (ফুটবল) 
  • বর্ষসেরা দলগত সাফল্য-অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল 
  • সক্রিয় সংস্থা-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 
  • বর্ষসেরা কোচ-আলফাজ আহমেদ 
  • তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব-মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন) 
  • বর্ষসেরা সংগঠক-হাবিবুর রহমান (কাবাডি)
  • বিশেষ সম্মাননা-মনজুর হোসেন মালু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত