দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের ম্যাচ মানেই মাঠে রোমাঞ্চকর লড়াই। আর মাঠের বাইরে দুই দলের সমর্থক ও ক্রিকেটারদের কথার লড়াই। সময় যত ঘনিয়ে আসছে ম্যাচের উত্তাপ তত বাড়ছে। ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন পেসার হারিস রউফও। মেলবোর্নকে নিজের মাঠ বলে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৬ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর ভারতকে এমন হুমকি দিলেন হারিস। বহু বছর ধরেই রাজনৈতিক সমস্যার প্রভাবে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ফলে মহাদেশীয় ও আইসিসির টুর্নামেন্টেই দুই দলকে একে অপরের বিপক্ষে লড়তে দেখা যায়। দীর্ঘদিন পর পর তাদের ম্যাচ হয় বলে সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চ থাকে চরমে। এ ম্যাচ নিয়ে হারিস বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময় প্রচণ্ড চাপ থাকে। গত বিশ্বকাপে, আমি অনেক বেশি চাপে ছিলাম। তবে এশিয়া কাপের ম্যাচ দুটিতে চাপ অনুভব করিনি। কারণ, আমি জানি আমাকে সেরাটা দিতে হবে।’
ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এমসিজি বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের মাঠ। আর এই দলের হয়েই বিগ ব্যাশে খেলেন হারিস। সেদিক থেকে মাঠের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা তাঁর। এ জন্যই এমসিজিকে নিজের মাঠ বলে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই পেসার বলেছেন, ‘যদি আমি সেরাটা দিতে পারি, তাহলে আমাকে খেলা তাদের সহজ হবে না। আমি খুশি যে, এবারে বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার কারণে এটি আমার ঘরের মাঠ। এখনকার কন্ডিশন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আমি ইতিমধ্যে পরিকল্পনা করা শুরু করেছি ভারতের ব্যাটারদের বিপক্ষে কীভাবে বল করতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের একমাত্র জয়ের বিপরীতে ভারত জিতেছে ৪ বার। অন্য ম্যাচটি টাই হয়েছে। পাকিস্তানের জয়টি এসেছে সবশেষ বিশ্বকাপে।
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের ম্যাচ মানেই মাঠে রোমাঞ্চকর লড়াই। আর মাঠের বাইরে দুই দলের সমর্থক ও ক্রিকেটারদের কথার লড়াই। সময় যত ঘনিয়ে আসছে ম্যাচের উত্তাপ তত বাড়ছে। ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন পেসার হারিস রউফও। মেলবোর্নকে নিজের মাঠ বলে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৬ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর ভারতকে এমন হুমকি দিলেন হারিস। বহু বছর ধরেই রাজনৈতিক সমস্যার প্রভাবে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ফলে মহাদেশীয় ও আইসিসির টুর্নামেন্টেই দুই দলকে একে অপরের বিপক্ষে লড়তে দেখা যায়। দীর্ঘদিন পর পর তাদের ম্যাচ হয় বলে সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চ থাকে চরমে। এ ম্যাচ নিয়ে হারিস বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময় প্রচণ্ড চাপ থাকে। গত বিশ্বকাপে, আমি অনেক বেশি চাপে ছিলাম। তবে এশিয়া কাপের ম্যাচ দুটিতে চাপ অনুভব করিনি। কারণ, আমি জানি আমাকে সেরাটা দিতে হবে।’
ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এমসিজি বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের মাঠ। আর এই দলের হয়েই বিগ ব্যাশে খেলেন হারিস। সেদিক থেকে মাঠের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা তাঁর। এ জন্যই এমসিজিকে নিজের মাঠ বলে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই পেসার বলেছেন, ‘যদি আমি সেরাটা দিতে পারি, তাহলে আমাকে খেলা তাদের সহজ হবে না। আমি খুশি যে, এবারে বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার কারণে এটি আমার ঘরের মাঠ। এখনকার কন্ডিশন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আমি ইতিমধ্যে পরিকল্পনা করা শুরু করেছি ভারতের ব্যাটারদের বিপক্ষে কীভাবে বল করতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের একমাত্র জয়ের বিপরীতে ভারত জিতেছে ৪ বার। অন্য ম্যাচটি টাই হয়েছে। পাকিস্তানের জয়টি এসেছে সবশেষ বিশ্বকাপে।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
২৩ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
২ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
৬ ঘণ্টা আগে