বিরাট কোহলির শততম টেস্ট দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল ভারত। মোহালিতে রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তিন দিনেরও কম সময়ে এই জয়ে শুরু হলো অধিনায়ক রোহিত শর্মার পথ চলা। টেস্টে ভারতের সব চেয়ে বেশি ব্যবধানের জয়ের তালিকায় চতুর্থ স্থানে থাকবে এই জয়।
গতকাল জাদেজার অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। আজ দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইন আপ, তারা থেমেছে ১৭৮ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়েছে জাদেজা। ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়ে লঙ্কানদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। সব মিলিয়ে এই টেস্টে ১৭৫ রানের পাশাপাশি জাদেজার শিকার ৯ উইকেট। টেস্ট ইতিহাসে যেটি প্রথম।
তবে এক টেস্টে দেড় শ পেরোনো সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আরও ৫ ক্রিকেটার। যার দুজনই ছিলেন ভারতীয় । জাদেজা তৃতীয় ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন।এদিকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।
বিরাট কোহলির শততম টেস্ট দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল ভারত। মোহালিতে রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তিন দিনেরও কম সময়ে এই জয়ে শুরু হলো অধিনায়ক রোহিত শর্মার পথ চলা। টেস্টে ভারতের সব চেয়ে বেশি ব্যবধানের জয়ের তালিকায় চতুর্থ স্থানে থাকবে এই জয়।
গতকাল জাদেজার অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। আজ দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইন আপ, তারা থেমেছে ১৭৮ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়েছে জাদেজা। ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়ে লঙ্কানদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। সব মিলিয়ে এই টেস্টে ১৭৫ রানের পাশাপাশি জাদেজার শিকার ৯ উইকেট। টেস্ট ইতিহাসে যেটি প্রথম।
তবে এক টেস্টে দেড় শ পেরোনো সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আরও ৫ ক্রিকেটার। যার দুজনই ছিলেন ভারতীয় । জাদেজা তৃতীয় ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন।এদিকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৫ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে