সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৫ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৬ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৮ ঘণ্টা আগে