আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় সন্ধান মিলল ঘূর্ণায়মান এক ‘ভুতুড়ে’ বস্তুর। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের দাবি, এ ধরনের কোনো বস্তু এর আগে কখনো শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি প্রথম এই ঘটনা আবিষ্কার করেন। তিনি দেখতে পান, প্রায় প্রতি ১৮ মিনিট পরপর বস্তুটি থেকে আলোর ঝলকানি ঠিকরে বের হচ্ছে। গবেষকেরা বলছেন, মহাবিশ্বে শক্তি বিকিরণ করে এমন ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু একটি নির্দিষ্ট সময় পরপর এমন করে বিস্ফোরিত হওয়া অস্বাভাবিক।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গবেষণা চলছে।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি এক ধরনের বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে প্রথম ওই ঘটনাটি দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমির (আইসিআরএআর) মহাকাশ গবেষক দলের সদস্য ওই শিক্ষার্থী বলেন, ‘ঘণ্টাব্যাপী পর্যবেক্ষণে বেশ কয়েকবার বস্তুটিকে জ্বলতে নিভতে দেখি আমরা।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত। জ্যোতির্বিদ্যার যেকোনো শিক্ষার্থীর জন্য এটি ভুতুড়ে বিষয়। এর আগে কেউ আমাদের ছায়াপথে এমন ধরনের বিষয় পর্যবেক্ষণ করেছে বলে মনে হয় না।’
তবে মহাবিশ্বে জ্বলে ওঠা-নিভে যাওয়া বস্তুর উপস্থিতি নতুন নয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। তাঁরা এই ধরনের বস্তুকে বলে থাকেন ‘ট্রানজিয়েন্ট’ বা ‘ক্ষণস্থায়ী’। তবে, আমাদের ছায়াপথে প্রথমবারের মতো এ ধরনের বস্তুর দেখা মিলল।
আইসিআরএআর-এর জ্যোতিপদার্থবিদ ড. জেমা অ্যান্ডারসন বিষয়টিকে ‘আসলেই অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন।
বস্তুটি শনাক্ত হওয়ার পর আইসিআরএআর-এর গবেষকেরা হিসাব করে বের করেছেন যে, বস্তুটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে।
বিজ্ঞান সম্পর্কিত আরও পড়ুন:
আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় সন্ধান মিলল ঘূর্ণায়মান এক ‘ভুতুড়ে’ বস্তুর। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের দাবি, এ ধরনের কোনো বস্তু এর আগে কখনো শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি প্রথম এই ঘটনা আবিষ্কার করেন। তিনি দেখতে পান, প্রায় প্রতি ১৮ মিনিট পরপর বস্তুটি থেকে আলোর ঝলকানি ঠিকরে বের হচ্ছে। গবেষকেরা বলছেন, মহাবিশ্বে শক্তি বিকিরণ করে এমন ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু একটি নির্দিষ্ট সময় পরপর এমন করে বিস্ফোরিত হওয়া অস্বাভাবিক।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গবেষণা চলছে।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি এক ধরনের বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে প্রথম ওই ঘটনাটি দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমির (আইসিআরএআর) মহাকাশ গবেষক দলের সদস্য ওই শিক্ষার্থী বলেন, ‘ঘণ্টাব্যাপী পর্যবেক্ষণে বেশ কয়েকবার বস্তুটিকে জ্বলতে নিভতে দেখি আমরা।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত। জ্যোতির্বিদ্যার যেকোনো শিক্ষার্থীর জন্য এটি ভুতুড়ে বিষয়। এর আগে কেউ আমাদের ছায়াপথে এমন ধরনের বিষয় পর্যবেক্ষণ করেছে বলে মনে হয় না।’
তবে মহাবিশ্বে জ্বলে ওঠা-নিভে যাওয়া বস্তুর উপস্থিতি নতুন নয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। তাঁরা এই ধরনের বস্তুকে বলে থাকেন ‘ট্রানজিয়েন্ট’ বা ‘ক্ষণস্থায়ী’। তবে, আমাদের ছায়াপথে প্রথমবারের মতো এ ধরনের বস্তুর দেখা মিলল।
আইসিআরএআর-এর জ্যোতিপদার্থবিদ ড. জেমা অ্যান্ডারসন বিষয়টিকে ‘আসলেই অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন।
বস্তুটি শনাক্ত হওয়ার পর আইসিআরএআর-এর গবেষকেরা হিসাব করে বের করেছেন যে, বস্তুটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে।
বিজ্ঞান সম্পর্কিত আরও পড়ুন:
দৈনন্দিন জীবনযাত্রায় প্রযুক্তির নিখুঁত ও অভিনব সংমিশ্রণ দেখা যায় জাপানে। এখানে রেস্তোরাঁয় কলা ছেলা কিংবা আলু ভাজার মতো একঘেয়ে কাজ করছে রোবট, শহরের বুক চিরে ঘণ্টায় ২০০ মাইল গতিতে ছুটে চলেছে বুলেট ট্রেন। এমনকি টয়লেটেও বসেই মিলছে রক্তচাপ ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ মাপার সুবিধা!
৫ ঘণ্টা আগেপ্রাগৈতিহাসিক যুগের এক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন গবেষকেরা। নিয়ায়াঙ্গা (Nyayanga) নামের এক পুরাতাত্ত্বিক স্থান থেকে উদ্ধার হওয়া ৪০১টি প্রাচীন পাথরের হাতিয়ার বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, ৩০ লাখ থেকে ২৬ লাখ বছর আগেই পরিকল্পনা করে পাথর বহন করত প্রাচীন মানব আত্মীয়রা বা প্রাইমেটরা। কারণ, এসব হাতিয়ারের
১ দিন আগেমানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
৩ দিন আগে