সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল।
এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।
তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে।
মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।
সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল।
এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।
তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে।
মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।
বহু দশক ধরে ভিনগ্রহের প্রাণীর খোঁজে মহাকাশের দূর–দুরান্তে পর্যবেক্ষণ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। অজানা গ্রহ, দূরবর্তী নক্ষত্রপুঞ্জ—সবখানে চলছে প্রাণের সম্ভাবনার সন্ধান। তবে সাম্প্রতিক এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, এত দূরে নজর না দিলেও হবে।
৩৭ মিনিট আগেনক্ষত্রের অভ্যন্তরীণ গঠন আসলে কেমন হয় তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেয়। তাদের এই বিষয় নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে এবার এক সুপারনোভার বিস্ফোরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা আসলেই জানতে পারলেন একটি বিশাল তারার অন্তর্গঠন।
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের চারপাশে এক নতুন চাঁদ আবিষ্কৃত হয়েছে। তবে এটি এতটাই ছোট যে, এক ব্যক্তি দুই ঘণ্টার মধ্যে এর পুরো পরিধি হাঁটতে পারবেন।
৩ দিন আগেমহাকাশ গবেষণা মাঝেমধ্যে এমন তথ্য সামনে এনে দেয়, যা বিজ্ঞানীদেরও চমকে দেয়। অনেকে ভাবেন, আমাদের সৌরজগৎ মানে কয়েকটি গ্রহ আর অনেক শূন্য জায়গা। তবে নতুন গবেষণা বলছে, আমরা এক গরম ও কম ঘনত্বের অঞ্চলে বাস করছি, যা আশপাশের নক্ষত্রদের সঙ্গে ‘মহাজাগতিক সুড়ঙ্গের’ মাধ্যমে যুক্ত।
৪ দিন আগে