Ajker Patrika

এ মাসে একই রেখায় আসবে পাঁচটি গ্রহ 

আপডেট : ০৫ জুন ২০২২, ১২: ২৬
এ মাসে একই রেখায় আসবে পাঁচটি গ্রহ 

সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল। 

এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।

তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে। 

মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।

বিষয়:

বিজ্ঞানী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত