বিজ্ঞান ডেস্ক
ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে।
মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না।
ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।
ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে।
মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না।
ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।
বহু দশক ধরে ভিনগ্রহের প্রাণীর খোঁজে মহাকাশের দূর–দুরান্তে পর্যবেক্ষণ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। অজানা গ্রহ, দূরবর্তী নক্ষত্রপুঞ্জ—সবখানে চলছে প্রাণের সম্ভাবনার সন্ধান। তবে সাম্প্রতিক এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, এত দূরে নজর না দিলেও হবে।
১১ ঘণ্টা আগেনক্ষত্রের অভ্যন্তরীণ গঠন আসলে কেমন হয় তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেয়। তাদের এই বিষয় নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে এবার এক সুপারনোভার বিস্ফোরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা আসলেই জানতে পারলেন একটি বিশাল তারার অন্তর্গঠন।
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের চারপাশে এক নতুন চাঁদ আবিষ্কৃত হয়েছে। তবে এটি এতটাই ছোট যে, এক ব্যক্তি দুই ঘণ্টার মধ্যে এর পুরো পরিধি হাঁটতে পারবেন।
৪ দিন আগেমহাকাশ গবেষণা মাঝেমধ্যে এমন তথ্য সামনে এনে দেয়, যা বিজ্ঞানীদেরও চমকে দেয়। অনেকে ভাবেন, আমাদের সৌরজগৎ মানে কয়েকটি গ্রহ আর অনেক শূন্য জায়গা। তবে নতুন গবেষণা বলছে, আমরা এক গরম ও কম ঘনত্বের অঞ্চলে বাস করছি, যা আশপাশের নক্ষত্রদের সঙ্গে ‘মহাজাগতিক সুড়ঙ্গের’ মাধ্যমে যুক্ত।
৪ দিন আগে