Ajker Patrika

ভয়ের কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিক্রিয়া কমায় বিশেষ স্নায়ু

বিজ্ঞান ডেস্ক
ভয়ের কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিক্রিয়া কমায় বিশেষ স্নায়ু

ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে। 

মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না। 

ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। 

আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।  
 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত