Ajker Patrika

`পোস্ট কোভিড সিনড্রোম’ নিয়ে বিজ্ঞানীরা

বিজ্ঞান প্রতিবেদক
`পোস্ট কোভিড সিনড্রোম’ নিয়ে বিজ্ঞানীরা

ঢাকা: পৃথিবীর ইতিহাসে সর্বশেষ ভয়াবহতম বৈশ্বিক মহামারির মধ্যে অন্যতম ছিল রাশিয়ান ফ্লু। ১৮৯০ দশকে শুরু হওয়া এই বৈশ্বিক মহামারিতে মৃত্যু হয়েছিল ১০ লাখ মানুষের। ওই ভাইরাসটি ছিল বর্তমান করোনা ভাইরাসের বংশানুক্রমিক পূর্বসুরী। এই প্যানডেমিক কমে যাওয়ার পর বেশ কিছু স্নায়বিক ব্যাধি রাশিয়ান ফ্লু থেকে সেরে ওঠাদের মধ্যে দেখা দেয়।

১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু এর ক্ষেত্রেও একই বিষয় ঘটেছিল। এই প্যানডেমিক কমার সঙ্গে সঙ্গে ঝিমুনি ধরা আর আলস্য দেখা দেয় আক্রান্তদের মধ্যে।

বর্তমান কোভিড ১৯ প্যানডেমিকের সময়তেও আগের ওই দুই প্যানডেমিকের মতো ঘটনা ঘটছে। যেসব দেশে কোভিডের তীব্রতা কমে গিয়েছে সেখানে করোনার দীর্ঘকালীন প্রভাব দেখা দিচ্ছে। যেটাকে বলা হচ্ছে ``পোস্ট কোভিড সিনড্রোম’’। তবে এই বিষয়ে জানার পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছে। ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স এই ``পোস্ট কোভিড সিনড্রোম’’ বিষয়ে বিস্তারিত গবেষণা করে যাচ্ছে। ব্রিটিশ সাময়িকী ও ইকোনমিস্টের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ব্রিটিশ গবেষকদের আগে যুক্তরাষ্ট্রের গবেষক অ্যালিসন নার্গিস (ইকার স্কুল আব মেডিসিন) এবং ক্যাথলিন বেল (ইউটি সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টার) এই ``পোস্ট কোভিড সিনড্রোম’’ নিয়ে গবেষণা করেন। তারাও দেখান `` পোস্ট কোভিড সিনড্রোম’’ এর বাস্তবতা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত