লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘ক্রু-১১’ মিশনের মাধ্যমে চারজন নভোচারী একটি ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। গত ১ আগস্ট উৎক্ষেপণ হওয়া এই অভিযানে নভোচারীরা সঙ্গে নিয়েছেন রোগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়া।
১ দিন আগেচাঁদের মাটিতে ২০৩০ সালের মধ্যে পারমাণবিক চুল্লি স্থাপনের নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে নাসা। এই পদক্ষেপ চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার উচ্চাভিলাষের অংশ। কারণ, মানুষের বসবাসের জন্য সেখানে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
২ দিন আগেআমরা যখন ‘নাসা’ নিয়ে ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে রকেট আর মহাকাশ অভিযান। এটিই স্বাভাবিক, কারণ মহাকাশ-সংক্রান্ত নাসার অন্যান্য অর্জনই সংবাদমাধ্যমে বেশি প্রকাশ পায়। তবে অনেকেই জানেন না, নাসার রকেট বা মহাকাশযানের পাশাপাশি নিজস্ব যুদ্ধবিমানের বহর রয়েছে।
৪ দিন আগেচেক প্রজাতন্ত্রের দক্ষিণ মোরাভিয়া অঞ্চলের এক প্রাগৈতিহাসিক খনিতে ছয় হাজার বছর আগে শ্রমজীবী দুই বোনের জীবনের রহস্য উদ্ঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। নতুন গবেষণার ভিত্তিতে এই দুই নারীর ‘হাইপাররিয়েলিস্টিক’ বা ৩ডি মুখাবয়ব পুনর্গঠন করা হয়েছে।
৪ দিন আগে