অনলাইন ডেস্ক
কল্পবিজ্ঞান নয়—চিরচেনা সমুদ্রের ডলফিনদের ভাষা বুঝতে শিগগিরই সক্ষম হতে চলেছে মানুষ! আর এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ডলফিনগেমা’ নামে গুগলের তৈরি নতুন একটি এআই মডেল ডলফিনদের এই জটিল শব্দ-ভাষা বিশ্লেষণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ও ওয়াইল্ড ডলফিন প্রজেক্ট (ডব্লিউডিপি)-এর গবেষকদের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডব্লিউডিপি-এর গবেষণা অনুসারে, লড়াইয়ের সময় ডলফিনেরা জোরালো স্কোয়াক ব্যবহার করে। আবার সঙ্গীকে আকৃষ্ট করা বা হাঙরের পেছনে ধাওয়া করার সময় তারা মৃদু বাজ-এর মতো ক্লিক দেয় করে। এ ছাড়া মা ও শাবকেরা একে অপরকে নিজেদের বিশেষ শিস-এর মাধ্যমে খুঁজে পায়।
এআই মডেলটি এসব শব্দকে এমনভাবে রূপান্তর করবে, যা বিশ্লেষণযোগ্য। শব্দের প্যাটার্ন ও তাৎপর্য শনাক্ত করাই এ প্রকল্পের লক্ষ্য। চমকপ্রদভাবে, ‘ডলফিনগেমা’ সরাসরি ফিল্ড গবেষকদের স্মার্টফোনে চলবে। অর্থাৎ সমুদ্রে ভাসমান অবস্থাতেও গবেষণার সুবিধা হবে।
বর্তমানে আটলান্টিক স্পটেড ডলফিনদের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই এআইকে। তবে গবেষকেরা ভবিষ্যতে বটলনোজ ও স্পিনার প্রজাতির ডলফিনদের ওপরেও এটি প্রয়োগ করতে চান।
ডলফিনদের ভাষা ব্যাখ্যা করতে এই মডেলটি ব্যবহার করছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা জটিল তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারদর্শী। বলা যায়, চ্যাটজিপিটি যেভাবে মানুষের ভাষা বোঝে, ঠিক তেমনিভাবেই ডলফিনগেমা ডলফিনের শব্দের কাঠামো ও সংকেত বোঝার চেষ্টা করছে।
এতে গবেষণার গণ্ডি শুধু শব্দ রেকর্ডিংয়ে সীমিত থাকছে না—ডলফিনদের ভাষা একটি বাস্তব যোগাযোগব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। এতে হয়তো শিগগিরই মানুষ আর ডলফিনের মধ্যে সত্যিকার ‘আন্তঃপ্রজাতীয় সংলাপ’ সম্ভব হতে চলেছে।
কল্পবিজ্ঞান নয়—চিরচেনা সমুদ্রের ডলফিনদের ভাষা বুঝতে শিগগিরই সক্ষম হতে চলেছে মানুষ! আর এই বিস্ময়কর অগ্রগতির পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ডলফিনগেমা’ নামে গুগলের তৈরি নতুন একটি এআই মডেল ডলফিনদের এই জটিল শব্দ-ভাষা বিশ্লেষণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ও ওয়াইল্ড ডলফিন প্রজেক্ট (ডব্লিউডিপি)-এর গবেষকদের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডব্লিউডিপি-এর গবেষণা অনুসারে, লড়াইয়ের সময় ডলফিনেরা জোরালো স্কোয়াক ব্যবহার করে। আবার সঙ্গীকে আকৃষ্ট করা বা হাঙরের পেছনে ধাওয়া করার সময় তারা মৃদু বাজ-এর মতো ক্লিক দেয় করে। এ ছাড়া মা ও শাবকেরা একে অপরকে নিজেদের বিশেষ শিস-এর মাধ্যমে খুঁজে পায়।
এআই মডেলটি এসব শব্দকে এমনভাবে রূপান্তর করবে, যা বিশ্লেষণযোগ্য। শব্দের প্যাটার্ন ও তাৎপর্য শনাক্ত করাই এ প্রকল্পের লক্ষ্য। চমকপ্রদভাবে, ‘ডলফিনগেমা’ সরাসরি ফিল্ড গবেষকদের স্মার্টফোনে চলবে। অর্থাৎ সমুদ্রে ভাসমান অবস্থাতেও গবেষণার সুবিধা হবে।
বর্তমানে আটলান্টিক স্পটেড ডলফিনদের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই এআইকে। তবে গবেষকেরা ভবিষ্যতে বটলনোজ ও স্পিনার প্রজাতির ডলফিনদের ওপরেও এটি প্রয়োগ করতে চান।
ডলফিনদের ভাষা ব্যাখ্যা করতে এই মডেলটি ব্যবহার করছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা জটিল তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে পারদর্শী। বলা যায়, চ্যাটজিপিটি যেভাবে মানুষের ভাষা বোঝে, ঠিক তেমনিভাবেই ডলফিনগেমা ডলফিনের শব্দের কাঠামো ও সংকেত বোঝার চেষ্টা করছে।
এতে গবেষণার গণ্ডি শুধু শব্দ রেকর্ডিংয়ে সীমিত থাকছে না—ডলফিনদের ভাষা একটি বাস্তব যোগাযোগব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। এতে হয়তো শিগগিরই মানুষ আর ডলফিনের মধ্যে সত্যিকার ‘আন্তঃপ্রজাতীয় সংলাপ’ সম্ভব হতে চলেছে।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
৬ ঘণ্টা আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
৮ ঘণ্টা আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
২ দিন আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
২ দিন আগে