Ajker Patrika

বাংলাদেশ মাথা নত করবে না: আসাদুজ্জামান ফুয়াদ

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১: ৪১
জনসভায় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: আজকের পত্রিকা
জনসভায় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: আজকের পত্রিকা

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এখন এ দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না।’

রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদদের স্মরণে শহীদি ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) আজ শুক্রবার দুপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান মোহাম্মদ আরিফের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক এবং যাত্রাবাড়ীর অন্যতম শহীদ আব্দুর রহমান জিসানের মা জেসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘উপদেষ্টাদের এসি রুম থেকে বের হয়ে জনগণের দুঃখ-দুর্দশা শুনতে হবে। জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ রাখতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে বি এম নাজমুল হক বলেন, ‘আমার বাংলাদেশ পার্টি গোটা বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। এখন নতুন বাংলাদেশ গঠনে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখতে চাই।’ তিনি সরকারকে জনগণের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত