Ajker Patrika

খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: হানিফ

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘যিনি ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলা করে বিরোধীদলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করেন তাঁর মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’ 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। 

গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশকে মুক্ত করার খালেদা জিয়ার আহ্বানের প্রেক্ষিতে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বেগম জিয়ার হাত থেকেই দেশের মানুষ গণতন্ত্রকে রক্ষা করেছে। বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল। তাদের মুখে গণতন্ত্রের কথা এবং যিনি নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত কারাগারে আছেন, তাঁর মুখে এসব কথা হাস্যকর।’ 

ইসির ওপর বিএনপির অনাস্থার বিষয়ে লতিফুর রহমান ও ইয়াজউদ্দিনের নাম উল্লেখ করে হানিফ বলেন, ‘রাষ্ট্রক্ষমতা দখল করে রাখতে যাদের ব্যবহার করছেন তাদের ওপর বিএনপির আস্থা ছিল। তিনি বিএনপিকে জনগণের ওপর আস্থা রাখতে বলেন।’ 

এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত