নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ ত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরই দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক এরই মধ্যে আর্থিক সংকটে পড়েছেন। ই-মেইল ও মেসেজের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমান্ডকে ৫০ হাজার কর্মী নিজেদের করুণ অবস্থার কথা জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ দাবি করে দলটি। সেখানে বলা হয়, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাঁদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাঁদের পরিবার বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না।
পোস্টে আরও বলা হয়, দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আগ্রহী, তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে দুস্থদের তথ্য সরবরাহ করা হবে। সেখানে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected] এবং হোয়াটসঅ্যাপ +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭।
গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে আছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। এতে দলটির কেউ কেউ সাহায্য-সহযোগিতাও করেছেন। সহযোগিতাকারীদের আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। তবে কারও ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে নিষেধ করা হয়েছে।
আওয়ামী লীগ দাবি করেছে, জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সেই তথ্য দলটি এখনো সংগ্রহ করছে।
হামলা-মামলার চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর। তাঁদের সবকিছুই লুট করেছে ‘বিএনপি’ ও ‘জামায়াতের’ সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি পর্যন্ত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ ত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরই দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক এরই মধ্যে আর্থিক সংকটে পড়েছেন। ই-মেইল ও মেসেজের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমান্ডকে ৫০ হাজার কর্মী নিজেদের করুণ অবস্থার কথা জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ দাবি করে দলটি। সেখানে বলা হয়, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাঁদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাঁদের পরিবার বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না।
পোস্টে আরও বলা হয়, দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আগ্রহী, তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে দুস্থদের তথ্য সরবরাহ করা হবে। সেখানে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected] এবং হোয়াটসঅ্যাপ +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭।
গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে আছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। এতে দলটির কেউ কেউ সাহায্য-সহযোগিতাও করেছেন। সহযোগিতাকারীদের আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। তবে কারও ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে নিষেধ করা হয়েছে।
আওয়ামী লীগ দাবি করেছে, জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সেই তথ্য দলটি এখনো সংগ্রহ করছে।
হামলা-মামলার চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর। তাঁদের সবকিছুই লুট করেছে ‘বিএনপি’ ও ‘জামায়াতের’ সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি পর্যন্ত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে