নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।নাইটিঙ্গেল মোড় থেকে অলিগলিতেও তাঁদের অবস্থান দেখা গেছে।
আজ রোববার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ের মূল ফটক ঘিরে রাখা হয়েছে।কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে সকাল থেকে এখনো দলটির কোনো কার্যক্রম চোখে পড়েনি। হরতাল সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় গাড়ি সংখ্যায় কম।
প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে রয়েছে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।নাইটিঙ্গেল মোড় থেকে অলিগলিতেও তাঁদের অবস্থান দেখা গেছে।
আজ রোববার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ের মূল ফটক ঘিরে রাখা হয়েছে।কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে সকাল থেকে এখনো দলটির কোনো কার্যক্রম চোখে পড়েনি। হরতাল সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় গাড়ি সংখ্যায় কম।
প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে রয়েছে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৮ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১০ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
১১ ঘণ্টা আগে