Ajker Patrika

লুটেরা সরকারের কাছে মানুষ দেশপ্রেম শিখবে না: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২০: ৪৫
লুটেরা সরকারের কাছে মানুষ দেশপ্রেম শিখবে না: সিপিবি

বর্তমান সরকার মানুষের ভোটাধিকার, মানবাধিকার, বাক্‌স্বাধীনতাসহ সংবিধান প্রদত্ত অধিকারসমূহও লুট করে নিচ্ছে উল্লেখ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, লুটেরা সরকারের কাছে মানুষ দেশপ্রেম শিখবে না। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর শান্তিনগরে সাংবাদিক শামছুজ্জামান শামসের মুক্তি, র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার, অবিলম্বে বাজার নৈরাজ্য বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাক্‌স্বাধীনতা হরণ ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বন্ধ ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সিপিবি শান্তিনগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা। 

বিক্ষোভ সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও রুটি-রুজির স্বাধীনতা হরণ করেছে, তারাই আজ ‘দেশ গেল’ বলে মায়াকান্না কাঁদছে। দেশের মানুষের সব সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে তারা সংবিধানকে স্বৈরশাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে। এই লুটেরা ও উচ্ছিষ্টভোগীদের কাছে মানুষ দেশপ্রেমের শিক্ষা নিতে চায় না। 

বিক্ষোভ সমাবেশে সিপিবির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেনবিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শ্রমিকনেতা হযরত আলী বলেন, বাজার আজ মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দখলে। সরকার রেশনিং ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুর বদলে বাজার সিন্ডিকেটের পাহারাদারের দায়িত্ব পালন করছে। স্বৈরাচারী সরকার মানুষের ক্ষোভ-বিক্ষোভ ও গণ-আন্দোলন দমনে ফ্যাসিবাদী নির্যাতনকে হাতিয়ার করেছে। ইতিহাসের শিক্ষা হলো গুম-খুন, দমন-পীড়ন, নির্যাতন করে কোনো স্বৈরশাসকের মসনদ চিরস্থায়ী হয়নি। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সদস্য মঞ্জুর মঈন, উদীচী শান্তিনগর শাখার সহসভাপতি রাশিদা কুদ্দুস রানু, শ্রমিকনেতা জাহিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত