নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করে প্রদেশের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করর প্রস্তাব দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে যে শাসন কাঠামো আছে তা দিয়ে জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করতে হবে। যেখানে প্রত্যেক প্রদেশে মুখ্যমন্ত্রী থাকবেন, হাইকোর্ট থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে। এছাড়া পরিবর্তন হবে না।
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বাজারে পৌঁছার আগেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। অথচ তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলকে একজনকে দায়িত্ব দেওয়া হতো না। এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাস্তায় থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, যখন আমরা সংকটে পড়ি তখন ইতিহাসের কাছে ফিরে যাই। কোনো দল যখন তার আদর্শ ও নীতি থেকে সরে গেছে তখন সেই দল থেকে ভাসানীও সরে গেছেন। ৭২ সালের সংবিধানে জনগণের অধিকারের কিছু কথা থাকলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থাও আছে। এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রগুলো ব্যর্থ করে দিয়েছে। স্বৈরাচারী কাঠামোর সংবিধানের পরিবর্তন করা না গেলে জনগণের স্বার্থ রক্ষা করা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা।
দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করে প্রদেশের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করর প্রস্তাব দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে যে শাসন কাঠামো আছে তা দিয়ে জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করতে হবে। যেখানে প্রত্যেক প্রদেশে মুখ্যমন্ত্রী থাকবেন, হাইকোর্ট থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে। এছাড়া পরিবর্তন হবে না।
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বাজারে পৌঁছার আগেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। অথচ তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলকে একজনকে দায়িত্ব দেওয়া হতো না। এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাস্তায় থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, যখন আমরা সংকটে পড়ি তখন ইতিহাসের কাছে ফিরে যাই। কোনো দল যখন তার আদর্শ ও নীতি থেকে সরে গেছে তখন সেই দল থেকে ভাসানীও সরে গেছেন। ৭২ সালের সংবিধানে জনগণের অধিকারের কিছু কথা থাকলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থাও আছে। এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রগুলো ব্যর্থ করে দিয়েছে। স্বৈরাচারী কাঠামোর সংবিধানের পরিবর্তন করা না গেলে জনগণের স্বার্থ রক্ষা করা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
১০ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
১২ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
১৩ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
১৪ ঘণ্টা আগে