নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপকে ‘প্রতারণা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘আবার নাটক শুরু হয়েছে, ড্রামা শুরু হয়েছে। এই নাটক আমরা গতবার দেখেছি। তার আগেও দেখেছি।’
গত রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
আজ সোমবার থেকে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করবে দলটি। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির বসার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই সংলাপে বসার বিষয়ে বিএনপির অনাগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তাদের (সরকার) সঙ্গে আলোচনার সুযোগ নাই। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। একটাই পথ, সেটা হল আন্দোলন। জাতি সেই পথেই চলছে।’
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যে প্রতারণা তারা (সরকার) শুরু করেছে, তারা যদি মনে করে এই প্রতারণায় বাংলাদেশের মানুষকে বোকা বানাবে, এটা একটা ভুল ধারণা। এইবার এই নাটকের শেষ চাই আমরা।’
রোববার অনুষ্ঠিত বিএনপির বিজয় শোভাযাত্রার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আজকে বিএনপির যে র্যালি ছিল, দেড় ঘণ্টা লেগেছে এই র্যালি শেষ হতে। অনেকটা বাধ্যতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করেও আজকে বিএনপির র্যালিতে যত লোক হয়েছে, তার দশ ভাগের একভাগ লোকও আওয়ামী লীগ তাদের শোভাযাত্রায় জোগাড় করতে পারেনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শপথ কোন দলের হতে পারে না। কোন নিজস্ব ভাবনার কোন শপথ হতে পারে না। কোন নিজস্ব চিন্তার শপথ হতে পারে না। এটা সাংবিধানিক ইস্যু। শপথটা কেমন হবে, সেটাও সংবিধানে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো শপথ করানোর কারও কোন সুযোগ নাই। আজকে আমরা এমন জায়গায় গিয়েছি যে, দেশকে একটি দলীয় শপথ নিতে হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী আজকে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে। সবার সামনে একটি হত্যাকাণ্ড হতে যাচ্ছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে গেলে এটাও বোধ হয় তাদের প্রয়োজন।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপকে ‘প্রতারণা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘আবার নাটক শুরু হয়েছে, ড্রামা শুরু হয়েছে। এই নাটক আমরা গতবার দেখেছি। তার আগেও দেখেছি।’
গত রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
আজ সোমবার থেকে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করবে দলটি। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির বসার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই সংলাপে বসার বিষয়ে বিএনপির অনাগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তাদের (সরকার) সঙ্গে আলোচনার সুযোগ নাই। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। একটাই পথ, সেটা হল আন্দোলন। জাতি সেই পথেই চলছে।’
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যে প্রতারণা তারা (সরকার) শুরু করেছে, তারা যদি মনে করে এই প্রতারণায় বাংলাদেশের মানুষকে বোকা বানাবে, এটা একটা ভুল ধারণা। এইবার এই নাটকের শেষ চাই আমরা।’
রোববার অনুষ্ঠিত বিএনপির বিজয় শোভাযাত্রার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আজকে বিএনপির যে র্যালি ছিল, দেড় ঘণ্টা লেগেছে এই র্যালি শেষ হতে। অনেকটা বাধ্যতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করেও আজকে বিএনপির র্যালিতে যত লোক হয়েছে, তার দশ ভাগের একভাগ লোকও আওয়ামী লীগ তাদের শোভাযাত্রায় জোগাড় করতে পারেনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শপথ কোন দলের হতে পারে না। কোন নিজস্ব ভাবনার কোন শপথ হতে পারে না। কোন নিজস্ব চিন্তার শপথ হতে পারে না। এটা সাংবিধানিক ইস্যু। শপথটা কেমন হবে, সেটাও সংবিধানে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো শপথ করানোর কারও কোন সুযোগ নাই। আজকে আমরা এমন জায়গায় গিয়েছি যে, দেশকে একটি দলীয় শপথ নিতে হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী আজকে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে। সবার সামনে একটি হত্যাকাণ্ড হতে যাচ্ছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে গেলে এটাও বোধ হয় তাদের প্রয়োজন।’
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি এবং নাবিলা সুলতানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়।
২ ঘণ্টা আগেনেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, ‘দলকে যাঁরা ভালোবাসেন, দলকে যাঁরা পছন্দ করেন, দলের আদর্শ যাঁরা ধারণ করেন, তাঁদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে।
৩ ঘণ্টা আগেগুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘গুমের শিকার হওয়া লোকদের সন্তানেরা বড় হয়েছে। কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিল, অভ্যুত্থানের পর গুম হওয়া ব্যক্তিদের খোঁজ পাব; কিন্তু এখনো কিছুই হয়নি।
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
৩ ঘণ্টা আগে