Ajker Patrika

খালেদার অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
খালেদার অবস্থা অপরিবর্তিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। শারীরিক জটিলতা যেমন ছিল তেমনই আছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যাসহ কিডনি ও ডায়াবেটিসের সমস্যার এখনও কোনও উন্নতি হয়নি। এ অবস্থায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকেই চিকিৎসা নিতে হচ্ছে তাঁকে।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। ৩ মে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সব সময় তাঁকে পর্যবেক্ষণ করছেন। বুধবার বিকালেও তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

খালেদার শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ম্যাডাম (খালেদা জিয়া) এখনও ঝুঁকির মধ্যেই আছেন। তাঁর সব রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। তাঁর ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণের বাইরে। ইনসুলিন দিয়ে ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। হৃদযন্ত্রের অবস্থাও ভালো নয়। পাশাপাশি প্রোটিনের ঘাটতি রয়েছে। কিডনির জটিলতাও কমছে না। হাঁটু, কব্জি, কনুইয়ের ব্যথাও সারছে না পুরোপুরি।

এদিকে খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা আগের চেয়ে একটু নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত এক চিকিৎসক। তিনি জানান, ফুসফুসের পানি বের করার জন্য বুকের ডাম ও বাম পাশে দুটি পাইপ বসানো হয়েছিলো। পানি জমে যাওয়াটা আগের চেয়ে নিয়ন্ত্রণে আসায় একটি পাইপ খুলে নেওয়া হয়েছে। তবে উন্নতি হচ্ছে কী-না, সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত