Ajker Patrika

সাকিব আর তামিম ছাড়া কোনো প্লেয়ার নাই: এম হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ০২
সাকিব আর তামিম ছাড়া কোনো প্লেয়ার নাই: এম হাফিজ উদ্দিন

ক্রীড়াঙ্গনের দুরবস্থার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক খেলোয়াড় মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুরবস্থার কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকেও আঙুল তুলেছেন তিনি। তাঁর অভিযোগ বিসিবির অযোগ্যতার কারণে দেশে ভালো ক্রিকেটার তৈরি হচ্ছে না। জাতীয় ক্রিকেট দলে সাকিব ও তামিম ছাড়া উল্লেখ করার মতো কোনো খেলোয়াড় নেই বলেও মনে করেন তিনি।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

বিসিবির সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ‘ক্রিকেট বোর্ডে আজকে নাকি ৯০০ কোটি টাকা তাঁদের ফিক্সড ডিপোজিট আছে। এটা কি গর্ব করার বিষয় হলো? কয়জন প্লেয়ার আছে? প্লেয়ার তো দেখি দুজন। সাকিব আর তামিম ছাড়া এগুলো কোনো প্লেয়ার মনে করি না। আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো এরা না।’ 

বিসিবির কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ‘তো ৯০০ কোটি টাকার লাভ হলো কি? কয়জন প্লেয়ার আপনারা প্রোডিউস করেছেন? কোথায় সেই রাইজিং প্লেয়াররা, যারা আজ থেকে পাঁচ বছর পরে, দশ বছর পরে জাতীয় দলে খেলবে?’ 

ক্রীড়াঙ্গনের দুরবস্থার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘এই অবস্থার জন্য পুরোপুরিভাবে আওয়ামী লীগ দায়ী। ক্রীড়াঙ্গনকে তারা রাজনীতিকরণ করেছে। খেলাধুলা আর আওয়ামী লীগ একসঙ্গে যাবে না। তারা নির্বাচন যেমন আগের রাতে করে একইভাবে খেলাধুলাসহ সব ক্ষেত্রেই একই কাজ করে চলেছে। ওরা যত দিন আছে, তত দিন শুধু খেলাধুলা নয়, কোনো সেক্টরেই আর উন্নয়ন হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধার শোধ না করায় অতিরিক্ত এসপিকে তিরস্কার

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদকে আমিই একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ বলেছিলাম—বিএনপির নোটিশের জবাবে ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত