নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ বিষয়ে আজ সোমবার শহরে চাষাড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আমি নির্বাচনী প্রচারে নামলাম।’
সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী হু কেয়ার, কলাগাছ না, আমগাছ সেটা দেখব না।’
শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি তাঁদের যাওয়ার সুযোগ নেই। কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।’
শামীম বলেন, ‘আমি ভেবেছিলাম খুব খুশি মনে আমি আমাদের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু কারা আমার নামে কী রিপোর্ট দিল, তা নিয়েই আলোচনা হচ্ছে। এখানে আমার জন্ম, আমার মৃত্যু এখানেই হবে। আমি বলছি আমি কাউকে ব্লেম করি নাই। একজন মেয়ের নাম বলে একজন আমাকে বলেছিল ওনাকে নিয়ে আমি ব্লেম করেছি। আমি তাঁকে ধমক দিয়ে বলেছিলাম—তাঁর নাম নিব না। তাঁকে আমি কিছু বলি নাই।’
শামীম ওসমান বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ বিষয়ে আজ সোমবার শহরে চাষাড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আমি নির্বাচনী প্রচারে নামলাম।’
সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী হু কেয়ার, কলাগাছ না, আমগাছ সেটা দেখব না।’
শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি তাঁদের যাওয়ার সুযোগ নেই। কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।’
শামীম বলেন, ‘আমি ভেবেছিলাম খুব খুশি মনে আমি আমাদের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু কারা আমার নামে কী রিপোর্ট দিল, তা নিয়েই আলোচনা হচ্ছে। এখানে আমার জন্ম, আমার মৃত্যু এখানেই হবে। আমি বলছি আমি কাউকে ব্লেম করি নাই। একজন মেয়ের নাম বলে একজন আমাকে বলেছিল ওনাকে নিয়ে আমি ব্লেম করেছি। আমি তাঁকে ধমক দিয়ে বলেছিলাম—তাঁর নাম নিব না। তাঁকে আমি কিছু বলি নাই।’
শামীম ওসমান বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার।
আরও পড়ুন:
জুলাই গণ-অভ্যুত্থানে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল শুক্রবার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ (ব্লকেড) কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়ে তিনি আগামীকাল শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সারা দেশে
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত ১১টা পর্যন্ত আন্দোলনকারীদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে মোড়ে অবস্থান করতে দেখা যায়।
১২ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐকমত্য আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব, যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণ তা চায় না। জনগণ চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে...
১৩ ঘণ্টা আগে