নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামনের নির্বাচনে আগের মতো জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) পাশে চায় আওয়ামী লীগ। এমনটাই আশাবাদ ব্যক্ত করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইনু ভাই আপনারা ঠিক থাকুন। ভুলত্রুটি রাজনীতিতে আপনাদেরও আছে। আমরা সেসব নিয়ে বলব না।’ জবাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জাসদ-আওয়ামী লীগ ঐক্য থাকবে, ২৩ সালের নির্বাচনে আমরা জিতব।’
আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পূর্তির সমাবেশে বক্তব্য পালটা বক্তব্যে এসব কথা বলেন এই দুই নেতা।
প্রধান অতিথির বক্তব্যের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ১৪ দল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপি নামক অপশক্তিকে মোকাবিলা করতে হবে। বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি, আর এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।’
সমাপনী ও সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা শেখ হাসিনার পাশে আছি। জাসদ এক হাতে সমাজতন্ত্রের ঝান্ডা অন্য হাতে মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়ে চলে। জাসদ কখনোই বাংলাকে তালেবান বানাতে দেবে না। দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়েছে। তবে মাননীয় জনগণকে বলব, সময় দেন, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবিলা করবেন। সংকটকে পুঁজি করে রাজাকারেরা ক্ষমতায় যাওয়ার যড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত, সংবিধান বানচালের চক্রান্ত ও বৈশ্বিক সংকট মোকাবিলা-এই তিন সংকট মোকাবিলা করে ২৩ সালের বিজয় নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য।
জাসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে আসেন। সমাবেশে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) বর্তমান সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম।
সামনের নির্বাচনে আগের মতো জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) পাশে চায় আওয়ামী লীগ। এমনটাই আশাবাদ ব্যক্ত করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইনু ভাই আপনারা ঠিক থাকুন। ভুলত্রুটি রাজনীতিতে আপনাদেরও আছে। আমরা সেসব নিয়ে বলব না।’ জবাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জাসদ-আওয়ামী লীগ ঐক্য থাকবে, ২৩ সালের নির্বাচনে আমরা জিতব।’
আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পূর্তির সমাবেশে বক্তব্য পালটা বক্তব্যে এসব কথা বলেন এই দুই নেতা।
প্রধান অতিথির বক্তব্যের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ১৪ দল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপি নামক অপশক্তিকে মোকাবিলা করতে হবে। বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি, আর এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।’
সমাপনী ও সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা শেখ হাসিনার পাশে আছি। জাসদ এক হাতে সমাজতন্ত্রের ঝান্ডা অন্য হাতে মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়ে চলে। জাসদ কখনোই বাংলাকে তালেবান বানাতে দেবে না। দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়েছে। তবে মাননীয় জনগণকে বলব, সময় দেন, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবিলা করবেন। সংকটকে পুঁজি করে রাজাকারেরা ক্ষমতায় যাওয়ার যড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত, সংবিধান বানচালের চক্রান্ত ও বৈশ্বিক সংকট মোকাবিলা-এই তিন সংকট মোকাবিলা করে ২৩ সালের বিজয় নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য।
জাসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে আসেন। সমাবেশে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) বর্তমান সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে