নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করতে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।’
আজ সোমবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। যে কোনোভাবেই তারা ক্ষমতায় থাকতে চাইবে। বিদেশিরা চেষ্টা করছে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না।
এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না, তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না, তা-ও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আরেক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরও চাপ দেবে। সরকার একধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা একধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা একধরনের চেষ্টা করবে।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করতে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।’
আজ সোমবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। যে কোনোভাবেই তারা ক্ষমতায় থাকতে চাইবে। বিদেশিরা চেষ্টা করছে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না।
এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না, তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না, তা-ও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আরেক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরও চাপ দেবে। সরকার একধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা একধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা একধরনের চেষ্টা করবে।
আজকের পত্রিকা: জাতীয় সনদ তৈরির কথা বলছে অন্তর্বর্তী সরকার। এতে বিএনপি কী দেখতে চায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংস্কার প্রস্তাব যা এসেছে, তার মধ্যে যেগুলোতে আমরা একমত হব, সেগুলোর সমন্বয়ে সংস্কারের একটি সনদ তৈরি হবে। যে বিষয়গুলোয় মতৈক্য হবে না, সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে।
৫ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। স্থানীয় সময় আজ সোমবার দুপুরে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাঁকে বিদায় জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখো।’
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি।
৭ ঘণ্টা আগেচার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে যাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে আছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
৮ ঘণ্টা আগে