Ajker Patrika

সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৩, ১৯: ২৬
সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করতে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।’

আজ সোমবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। যে কোনোভাবেই তারা ক্ষমতায় থাকতে চাইবে। বিদেশিরা চেষ্টা করছে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না।

এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না, তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না, তা-ও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

আরেক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরও চাপ দেবে। সরকার একধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা একধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা একধরনের চেষ্টা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত