নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
২৪ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে চুন্নু বলেন, ‘আগামী দিনের সরকার পরিচালনায় জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার হচ্ছে দেশে সবক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির ইশতেহার দেশের জন্য সৌভাগ্যের প্রতীক। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের দেশ পরিচালনা এখনো বাংলাদেশের ইতিহাসের স্বর্ণোজ্জ্বল দিন।’
আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধশতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পার্টি ২৪ দফা কর্মসূচি ঘোষণা করছে বলে জানান দলের মহাসচিব।
জাতীয় পার্টির ইশতেহারের ২৪ দফা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলাব্যবস্থা পরিবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, ইসলামি আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধ, সর্বোচ্চ ভর্তুকি কৃষকের কল্যাণে, খাদ্য নিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং ব্যবস্থা চালু, যোগাযোগব্যবস্থার সংস্কার ও অভিবাসন।
ইশতেহার ঘোষণা শেষে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। আমরা আমাদের মার্কা নিয়ে নির্বাচন করছি, আসন কেন আওয়ামী লীগ ছাড়ছে, তা তাদেরই জিজ্ঞেস করা ভালো।’
চুন্নু বলেন, ‘আমরা আওয়ামী লীগকে কোনো ছাড় দেইনি। আমরা আওয়ামী লীগের থেকে বেশি আসনে নির্বাচন করছি। জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে আমরা সরকার গঠন করব।’
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
২৪ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে চুন্নু বলেন, ‘আগামী দিনের সরকার পরিচালনায় জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার হচ্ছে দেশে সবক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির ইশতেহার দেশের জন্য সৌভাগ্যের প্রতীক। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের দেশ পরিচালনা এখনো বাংলাদেশের ইতিহাসের স্বর্ণোজ্জ্বল দিন।’
আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধশতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পার্টি ২৪ দফা কর্মসূচি ঘোষণা করছে বলে জানান দলের মহাসচিব।
জাতীয় পার্টির ইশতেহারের ২৪ দফা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলাব্যবস্থা পরিবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, ইসলামি আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধ, সর্বোচ্চ ভর্তুকি কৃষকের কল্যাণে, খাদ্য নিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং ব্যবস্থা চালু, যোগাযোগব্যবস্থার সংস্কার ও অভিবাসন।
ইশতেহার ঘোষণা শেষে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। আমরা আমাদের মার্কা নিয়ে নির্বাচন করছি, আসন কেন আওয়ামী লীগ ছাড়ছে, তা তাদেরই জিজ্ঞেস করা ভালো।’
চুন্নু বলেন, ‘আমরা আওয়ামী লীগকে কোনো ছাড় দেইনি। আমরা আওয়ামী লীগের থেকে বেশি আসনে নির্বাচন করছি। জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে আমরা সরকার গঠন করব।’
জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘আমরা দিনের দিন কালক্ষেপণ করতে রাজি নয়। যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হতে পারি, বাকি যদি...
১ ঘণ্টা আগেদেশে ফেরার পর খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ উৎসাহিত, উজ্জীবিত যে তাঁদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তাঁকে যথাযথ অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়...
২ ঘণ্টা আগেচলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। নিয়মিত ফ্যাক্টচেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরোনো গুজব ফিরে আসা-সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্টফাইল এবং...
১২ ঘণ্টা আগেকলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে