নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান প্রয়াত এইচ টি ইমামের চেয়ারে বসেছেন সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশে অবস্থিত দলটির নির্বাচনী পরিচালনা ভবনে আসেন কবির বিন আনোয়ার। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
গত বছরের ১৬ ডিসেম্বর মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করেন কবির বিন আনোয়ার। চাকরির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ৩ জানুয়ারি তাঁকে অবসরে পাঠানো হয়। যদিও এর আগে আলোচনায় ছিল চাকরির মেয়াদ শেষ হলেও তাঁকে বিগত দুই মন্ত্রিপরিষদ সচিবের মত চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হবে। তা না হওয়ার দেশ জুড়ে আলোচনা সৃষ্টি হয়।
তখন অবসরে পাঠনোকে রুটিন মাফিক হিসাবেই মন্তব্য করেছিলেন কবির বিন আনোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পরে দীর্ঘদিন সরকার ও ক্ষমতাসীনদের গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা রয়েছে। এর মধ্যে একাধিক নাম আলোচনাও এসেছিল। কিন্তু তা পূরণ হয়নি। কবির বিন আনোয়ার অবসর নেওয়ার পরে এ পদে তিনি আসছেন সেটি নিয়ে জোর আলোচনা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘কবির বিন আনোয়ারকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলীয় নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের পদ দেওয়া হতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসেছেন।’
এইচ টি ইমামের মৃত্যুতে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান পদ ফাঁকা থাকায় কেউ নির্বাচনী কার্যালয়ের ওই কক্ষে বসেননি। আনুষ্ঠানিকভাবে কোনো পদ না দেওয়া হলেও দীর্ঘদিন পরে ওই কক্ষের চেয়ারে বসেন কবির বিন আনোয়ার।
ওই কার্যালয়ে কর্মরত একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইচ টি ইমাম স্যার মারা যাওয়া তার চেয়ারে আর কেউ বসেননি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কবির বিন আনোয়ার সাহেবই প্রথম বসেছেন। তিনি সেখানে রাত ৯টা পর্যন্ত ছিলেন। তবে তাঁকে কোন পদ দেওয়া হয়েছে কিনা সেটা আমাদের জানা নাই।’
এ বিষয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সভাপতি তাঁকে (কবির বিন আনোয়ার) তাঁকে কিছু দায়িত্ব দিয়েছেন। সময় হলে সেটা আরও পরিষ্কার হবে।’
আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান প্রয়াত এইচ টি ইমামের চেয়ারে বসেছেন সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশে অবস্থিত দলটির নির্বাচনী পরিচালনা ভবনে আসেন কবির বিন আনোয়ার। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
গত বছরের ১৬ ডিসেম্বর মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করেন কবির বিন আনোয়ার। চাকরির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ৩ জানুয়ারি তাঁকে অবসরে পাঠানো হয়। যদিও এর আগে আলোচনায় ছিল চাকরির মেয়াদ শেষ হলেও তাঁকে বিগত দুই মন্ত্রিপরিষদ সচিবের মত চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হবে। তা না হওয়ার দেশ জুড়ে আলোচনা সৃষ্টি হয়।
তখন অবসরে পাঠনোকে রুটিন মাফিক হিসাবেই মন্তব্য করেছিলেন কবির বিন আনোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পরে দীর্ঘদিন সরকার ও ক্ষমতাসীনদের গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা রয়েছে। এর মধ্যে একাধিক নাম আলোচনাও এসেছিল। কিন্তু তা পূরণ হয়নি। কবির বিন আনোয়ার অবসর নেওয়ার পরে এ পদে তিনি আসছেন সেটি নিয়ে জোর আলোচনা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘কবির বিন আনোয়ারকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলীয় নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের পদ দেওয়া হতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসেছেন।’
এইচ টি ইমামের মৃত্যুতে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান পদ ফাঁকা থাকায় কেউ নির্বাচনী কার্যালয়ের ওই কক্ষে বসেননি। আনুষ্ঠানিকভাবে কোনো পদ না দেওয়া হলেও দীর্ঘদিন পরে ওই কক্ষের চেয়ারে বসেন কবির বিন আনোয়ার।
ওই কার্যালয়ে কর্মরত একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইচ টি ইমাম স্যার মারা যাওয়া তার চেয়ারে আর কেউ বসেননি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কবির বিন আনোয়ার সাহেবই প্রথম বসেছেন। তিনি সেখানে রাত ৯টা পর্যন্ত ছিলেন। তবে তাঁকে কোন পদ দেওয়া হয়েছে কিনা সেটা আমাদের জানা নাই।’
এ বিষয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সভাপতি তাঁকে (কবির বিন আনোয়ার) তাঁকে কিছু দায়িত্ব দিয়েছেন। সময় হলে সেটা আরও পরিষ্কার হবে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন...
৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে শোকজ করেছিল দলটি। সেই শোকজের জবাব বিশ্লেষণে এ ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে দলটি। এর পরিপ্রেক্ষিতে এনসিপি ওই পাঁচ নেতার শোকজ প্রত্যাহার করেছে।
৪ ঘণ্টা আগে৫ আগস্টের পর কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার একটি প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাকি আমরা (এনসিপি) টাকা নিয়ে আসছি। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে
৪ ঘণ্টা আগে