Ajker Patrika

অনিশ্চয়তার কারণে তরুণেরা বিদেশে চলে যাচ্ছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিশ্চয়তার কারণে তরুণেরা বিদেশে চলে যাচ্ছে: জি এম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর তিন ভাগের দুই ভাগই তরুণ। তাদের শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। বেকার এই তরুণেরা সমাজের কোনো কাজেই আসছে না। তারা দিন দিন হতাশ হয়ে পড়ছে। এই অনিশ্চয়তার কারণে হাজার হাজার তরুণ বিদেশে চলে যাচ্ছে।’ 

বুধবার (২৭ মার্চ) রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আয়োজন করা হয়। 

কাদের বলেন, হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশ ছাড়লেও, শিক্ষা জীবন শেষ করে আর দেশে ফিরছে না। এতে, মেধাবী সন্তানদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এর বিরূপ প্রভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হবে বাংলাদেশ। 

দেশের চিকিৎসাব্যবস্থার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, হাসপাতালগুলোয় অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিত্যনৈমিত্তিক বিষয়। চিকিৎসক থাকেন না, তাঁরা বেসরকারি হাসপাতালে বেশি সময় দেন। সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি থাকলেও, তা সারা বছরই অচল থাকে। যাঁদের সামর্থ্য থাকে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সম্ভব হলে বিদেশেও যান চিকিৎসা নিতে। 

জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত