Ajker Patrika

আপনারা কাঁথা-বালিশ নিয়ে রাস্তায় নামুন: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ৫২
আপনারা কাঁথা-বালিশ নিয়ে রাস্তায় নামুন: ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাস্তায় কাঁথা-বালিশ নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘আপনারা কাঁথা-বালিশ নিয়ে রাস্তায় নামুন।’

খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এরপর চলতি মাসের গত ১৫ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও আবেদন করেন তাঁর পরিবার। এই সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। চিকিৎসকদের পরামর্শে ফের তাঁর পরিবার সরকারের কাছে এ আবেদন করেছেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত