নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনকে আওয়ামী লীগ মাগুরার দাদা বানিয়েছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে আর মাগুরা মার্কা নির্বাচন হবে না।’
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা-১২ মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ভীষণ খেপে গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে মাগুরার মতো সকাল ১০টার মধ্যে ভোট শেষ হবে না। দেশে আর কখনো সেই স্টাইলের নির্বাচন হবে না। আগামীকাল ভোট, আওয়ামী লীগ কোনো প্রকার হস্তান্তর করবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে। আসল খেলা হবে আগামী নির্বাচনে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের লাল কার্ড, সরকার পতন আন্দোলন, ৫৪ দল, ১০ ও ২৪ দফা—সবই ভুয়া। এখন তারা নীরব পদযাত্রা করছে। মানুষের শক্তি যখন কমে আসে, তখন মুখের বিষ বের হয়ে আসে, বিএনপি নেতাদের অবস্থাও তাই। কেউ মারা গেলে যেমন নীরব শোভাযাত্রা করে, আন্দোলনে ব্যর্থ হয়ে তাঁরা এখন সেটাই করছেন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে হুংকার দিচ্ছেন। সৎ সাহস থাকলে দেশে আসুন। আপনি কাপুরুষ। রাজনীতি আর করব না, এমন মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন। ১৬ বছর হলো, তিনি আসেন না। এখন ফখরুল সাহেবরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলন করছেন, যা কর্পূরের মতো উড়ে যাবে। তাঁরা ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন। দেখতে থাকেন। আমরা পদ্মা সেতু, মেট্রোরেল করেছি। চলতি বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে।’
বাংলাদেশ আর অন্ধকারে ফিরে যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা জড়িত, যারা সেই খুনিদের পুরস্কৃত করেছে, শেখ হাসিনাকে হত্যার জন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে, তাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে না। যারা বাংলা ভাই ও সাম্প্রদায়িক শক্তির উত্থান করেছে, দেশের টাকা পাচার করেছে, সেখানে বাংলাদেশ আর ফিরে যাবে না। অন্ধকারের শক্তিকে পরাজিত না করা পর্যন্ত এ লড়াই চলবে।’
শান্তি সমাবেশের প্রধান বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যুদ্ধাপরাধী আলবদর-শামসদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। তারা এখন আন্দোলন করতে চায়। আমরাও চাই করুক। কিন্তু কোনো ধরনের নৈরাজ্য করলে মেনে নেওয়া হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ থেকে পালায়নি। প্রধানমন্ত্রীকে একসময় দেশে আসতে অনেকে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি এসেছেন। সাহস থাকলে আপনিও (তারেক রহমান) দেশে আসুন। দেশের জনগণ আপনাকে দেখবে, আপনি কী করেছিলেন। জনগণের শক্তিকে আওয়ামী লীগ বিশ্বাস করে, বন্দুকের গুলিকে নয়।’
‘ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনকে আওয়ামী লীগ মাগুরার দাদা বানিয়েছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে আর মাগুরা মার্কা নির্বাচন হবে না।’
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা-১২ মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ভীষণ খেপে গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে মাগুরার মতো সকাল ১০টার মধ্যে ভোট শেষ হবে না। দেশে আর কখনো সেই স্টাইলের নির্বাচন হবে না। আগামীকাল ভোট, আওয়ামী লীগ কোনো প্রকার হস্তান্তর করবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে। আসল খেলা হবে আগামী নির্বাচনে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের লাল কার্ড, সরকার পতন আন্দোলন, ৫৪ দল, ১০ ও ২৪ দফা—সবই ভুয়া। এখন তারা নীরব পদযাত্রা করছে। মানুষের শক্তি যখন কমে আসে, তখন মুখের বিষ বের হয়ে আসে, বিএনপি নেতাদের অবস্থাও তাই। কেউ মারা গেলে যেমন নীরব শোভাযাত্রা করে, আন্দোলনে ব্যর্থ হয়ে তাঁরা এখন সেটাই করছেন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে হুংকার দিচ্ছেন। সৎ সাহস থাকলে দেশে আসুন। আপনি কাপুরুষ। রাজনীতি আর করব না, এমন মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন। ১৬ বছর হলো, তিনি আসেন না। এখন ফখরুল সাহেবরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলন করছেন, যা কর্পূরের মতো উড়ে যাবে। তাঁরা ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন। দেখতে থাকেন। আমরা পদ্মা সেতু, মেট্রোরেল করেছি। চলতি বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে।’
বাংলাদেশ আর অন্ধকারে ফিরে যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা জড়িত, যারা সেই খুনিদের পুরস্কৃত করেছে, শেখ হাসিনাকে হত্যার জন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে, তাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে না। যারা বাংলা ভাই ও সাম্প্রদায়িক শক্তির উত্থান করেছে, দেশের টাকা পাচার করেছে, সেখানে বাংলাদেশ আর ফিরে যাবে না। অন্ধকারের শক্তিকে পরাজিত না করা পর্যন্ত এ লড়াই চলবে।’
শান্তি সমাবেশের প্রধান বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যুদ্ধাপরাধী আলবদর-শামসদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। তারা এখন আন্দোলন করতে চায়। আমরাও চাই করুক। কিন্তু কোনো ধরনের নৈরাজ্য করলে মেনে নেওয়া হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ থেকে পালায়নি। প্রধানমন্ত্রীকে একসময় দেশে আসতে অনেকে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি এসেছেন। সাহস থাকলে আপনিও (তারেক রহমান) দেশে আসুন। দেশের জনগণ আপনাকে দেখবে, আপনি কী করেছিলেন। জনগণের শক্তিকে আওয়ামী লীগ বিশ্বাস করে, বন্দুকের গুলিকে নয়।’
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১০ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১২ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১৪ ঘণ্টা আগে