Ajker Patrika

সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে: বাম গণতান্ত্রিক জোট

বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর, তালাবন্ধ করা, নেতাদের অফিসে ঢুকতে না দেওয়া, সভা-সমাবেশে বাধা প্রদান, গণতান্ত্রিক অধিকার হরণ ও গণ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, হামলা-মামলা, দমন-পীড়ন বন্ধ ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন রুহিন হোসেন। 

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকার সভা-সমাবেশ বন্ধ করে শুধু রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি, জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। ভয়ের রাজত্ব তৈরি করে দুর্নীতি-লুটপাট অব্যাহত রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে।’

পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশএ বাম নেতা আরও বলেন, ‘স্বৈরাচারী শাসকেরা এ ধরনের কার্যক্রম চালিয়ে জনগনের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু ইতিহাসে ওইসব স্বৈরাচারী শাসকেরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না। বিনা ভোটের সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন— বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী)সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত