Ajker Patrika

ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে: সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৩, ২২: ৩৭
ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে: সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘সরকার দেশের জনগণকে ভয় না পেলেও বহির্বিশ্বকে ভয় পায়। নিষেধাজ্ঞার ভয়ে, ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে।’ 

আজ রোববার বিকেলে রাজধানীর গোপীবাগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভায় সভাপতিত্ব করেন। 

আব্দুস সালাম বলেন, সরকার জনগণের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আত্মচিৎকার আমলে নেয়নি। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। কিন্তু যখন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বহির্বিশ্ব চাপ দিচ্ছে তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে। 

আব্দুস সালাম আরও বলেন, সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে। বিদ্যুৎ নেই, ডলার-সংকট, ব্যাংকে টাকা নেই। ঘোষিত বাজেটের ৪২ শতাংশই ভর্তুকি। তারপরও সরকারের দাম্ভিকতা কমে না। এ সরকার লাজলজ্জাহীন সরকার। 

সভাপতির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘যত দিন জনগণ ভোটের অধিকার ফিরে না পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না। বিএনপি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত