Ajker Patrika

পরিস্থিতি সামাল দিতে কাগুজে নোট ছাপাচ্ছে সরকার: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫২
পরিস্থিতি সামাল দিতে কাগুজে নোট ছাপাচ্ছে সরকার: মঈন খান 

‘কাগুজে নোট’ ছাপানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এর চেয়ে খারাপ নীতি আর হতে পারে না। এটা এই সরকারকে করতে হচ্ছে। কারণ তারা যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সেই পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতে তারা (সরকার) এই কাগুজে নোট ছাপানোর নীতি গ্রহণ করেছে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক ও বর্তমান নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

কাগুজে নোট ছাপানোর সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘তারা (সরকার) মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। আজকে রাজকোষ শূন্য করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান সম্প্রতি বলেছেন, কাগুজে নোট ছাপিয়ে এ দেশকে সয়লাব করে দেওয়া হয়েছে। আজকে যে মুদ্রাস্ফীতি মানুষের ওপর কষাঘাত হিসেবে নেমে এসেছে, এর প্রধান কারণ হচ্ছে এই কাগুজে নোট ছাপানো।’ 

এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, ‘আজকে তাঁকে (খালেদা জিয়া) মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করে রাখা হয়েছে।’ 

চলমান এক দফার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। বাংলাদেশের মানুষের জীবন, তাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার একটিমাত্র উপায়, তা হচ্ছে দেশ থেকে এই সরকারকে বিতাড়িত করা।’

মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। এই লক্ষে্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছেন, তা আমরা পালন করছি। আপনারা সবাই সেই আন্দোলনে শরিক হোন। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। বিএনপির জন্য নয়। এ দেশের ১৮ কোটি মানুষের জন্য এই সরকারকে হটাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত