নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কাগুজে নোট’ ছাপানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এর চেয়ে খারাপ নীতি আর হতে পারে না। এটা এই সরকারকে করতে হচ্ছে। কারণ তারা যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সেই পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতে তারা (সরকার) এই কাগুজে নোট ছাপানোর নীতি গ্রহণ করেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক ও বর্তমান নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
কাগুজে নোট ছাপানোর সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘তারা (সরকার) মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। আজকে রাজকোষ শূন্য করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান সম্প্রতি বলেছেন, কাগুজে নোট ছাপিয়ে এ দেশকে সয়লাব করে দেওয়া হয়েছে। আজকে যে মুদ্রাস্ফীতি মানুষের ওপর কষাঘাত হিসেবে নেমে এসেছে, এর প্রধান কারণ হচ্ছে এই কাগুজে নোট ছাপানো।’
এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, ‘আজকে তাঁকে (খালেদা জিয়া) মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করে রাখা হয়েছে।’
চলমান এক দফার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। বাংলাদেশের মানুষের জীবন, তাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার একটিমাত্র উপায়, তা হচ্ছে দেশ থেকে এই সরকারকে বিতাড়িত করা।’
মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। এই লক্ষে্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছেন, তা আমরা পালন করছি। আপনারা সবাই সেই আন্দোলনে শরিক হোন। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। বিএনপির জন্য নয়। এ দেশের ১৮ কোটি মানুষের জন্য এই সরকারকে হটাতে হবে।’
‘কাগুজে নোট’ ছাপানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এর চেয়ে খারাপ নীতি আর হতে পারে না। এটা এই সরকারকে করতে হচ্ছে। কারণ তারা যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সেই পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতে তারা (সরকার) এই কাগুজে নোট ছাপানোর নীতি গ্রহণ করেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক ও বর্তমান নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
কাগুজে নোট ছাপানোর সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘তারা (সরকার) মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। আজকে রাজকোষ শূন্য করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান সম্প্রতি বলেছেন, কাগুজে নোট ছাপিয়ে এ দেশকে সয়লাব করে দেওয়া হয়েছে। আজকে যে মুদ্রাস্ফীতি মানুষের ওপর কষাঘাত হিসেবে নেমে এসেছে, এর প্রধান কারণ হচ্ছে এই কাগুজে নোট ছাপানো।’
এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, ‘আজকে তাঁকে (খালেদা জিয়া) মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করে রাখা হয়েছে।’
চলমান এক দফার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। বাংলাদেশের মানুষের জীবন, তাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার একটিমাত্র উপায়, তা হচ্ছে দেশ থেকে এই সরকারকে বিতাড়িত করা।’
মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। এই লক্ষে্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছেন, তা আমরা পালন করছি। আপনারা সবাই সেই আন্দোলনে শরিক হোন। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। বিএনপির জন্য নয়। এ দেশের ১৮ কোটি মানুষের জন্য এই সরকারকে হটাতে হবে।’
দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষে ১০০ জনের মধ্যে ৫০ শতাংশ সিভিল সোসাইটি এবং ৫০ শতাংশ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে আসবে—এমন প্রস্তাবের বিরোধিতা করেছে নাগরিক ঐক্য। দলটি বলছে, সিভিল সোসাইটির প্রতিনিধিরাও রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হবেন, এতে সিভিল সোসাইটির নিরপেক্ষতা
৯ মিনিট আগেসংস্কার কতটুকু হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংস্কারকে অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। সে জায়গায় আমরা মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদী...
১৬ ঘণ্টা আগেহাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
১৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
১৯ ঘণ্টা আগে