Ajker Patrika

‘খালেদা জিয়ার চিকিৎসা নয়, সরকারের পতনই মূল দাবি হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ২৭
‘খালেদা জিয়ার চিকিৎসা নয়, সরকারের পতনই মূল দাবি হওয়া উচিত’

`আমরা বিশ্বাস করি, খালেদা জিয়া জনগণের জন্যই বেঁচে থাকবেন। সুতরাং আমার মনে হয়, খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকারপতনই মূল দাবি হওয়া উচিত' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, `আজকের পত্রপত্রিকায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তাহলে মানবিক বিবেচনা করা হবে। ক্ষমা চাইলেই রাষ্ট্রপতি ক্ষমা করবেন কি করবেন না, সেটা বলা যায় না। আবার ক্ষমা করতেও পারেন। এই ফ্যাসিস্ট সরকার যে দানবের মতো, তারা মানবিক হবে, সেটা প্রত্যাশা করি কী করে?'' 

খালেদা জিয়ার বাড়িকে সাবজেল ঘোষণার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, ``প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় একটা জিনিস পরিষ্কার। তিনি বলেছেন, `আমার যতটুকু ক্ষমতা ছিল ততটুকু ক্ষমতা দিয়ে তাঁকে জেলখানা থেকে বাড়িতে রেখেছি।' আমি সরকারের উদ্দেশে বলব, আপনি যদি জেলখানার পরিবর্তে খালেদা জিয়াকে বাড়িতে ডাম্পিং করে থাকেন, তাহলে খালেদা জিয়ার বাড়িটাকে সাবজেল ঘোষণা করেন।'' 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, `আমাদের যাদের বিদেশে চিকিৎসা নেওয়ার অবস্থা আছে তাদের শপথ করা উচিত, আমার নেত্রী যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে না পারে, তাহলে আমরাও কখনো যাব না। দরকার হলে মরে যাব।' 

সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত