Ajker Patrika

গাজীপুরে বিএনপির মতবিনিময় সভায় হামলা, সংবাদকর্মীসহ আহত ১২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির একাংশের মতবিনিময় সভায় ভাঙচুর করা চেয়ার। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির একাংশের মতবিনিময় সভায় ভাঙচুর করা চেয়ার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত