Ajker Patrika

খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে ভয়ের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৪: ৫৮
খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে ভয়ের কিছু নেই

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেছে। চূড়ান্ত রিপোর্টেও উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার দিবাগত রাতেই (আনুমানিক দেড়টা) আমরা ম্যাডামের সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পেয়েছি। আগে যা বলছি, এ রিপোর্টে ও তাই দেখা গেছে। তার ফুসফুসে করোনার মিনিমাম ইনভলভমেন্ট আছে। তবে ভয়ের কিছু নাই।'

চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী রাত থেকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ডা. জাহিদ।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। সিটি স্ক্যান শেষে রাতেই আবার তাকে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান বিশেষজ্ঞ চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী। ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও এক সময় সিটি স্ক্যান করানো হবে। '

গত রোববার বিকেলে খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জুমে বৈঠক করে তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। জোবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত