Ajker Patrika

সিপিবির নতুন সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭: ২৩
সিপিবির নতুন সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম। আর সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স। 

আজ শুক্রবার সকালে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নুর। 

লুনা নুর জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার সভাপতি মিহির ঘোষকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি। 

সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা। 

দ্বাদশ কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। 

উল্লেখ্য, সিপিবির দ্বাদশ কংগ্রেসে প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সভায় আগামী ৬ মার্চ পার্টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত