Ajker Patrika

প্রধানমন্ত্রীর ফেরার দিন ঢাকার রাজপথে মহড়া দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০৩
প্রধানমন্ত্রীর ফেরার দিন ঢাকার রাজপথে মহড়া দেবে আওয়ামী লীগ

জাতিসংঘের ৭৮তম অধিবেশন শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মহড়া দেবে আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন। তবে আনুষ্ঠানিক কোনো সমাবেশ হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্জন এবং জাতিসংঘসহ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকাকে স্বাগত জানাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল রোববারের যৌথ সভায়। 

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান দলটির এক সাংগঠনিক সম্পাদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ঠিক গণসংবর্ধনা হবে না। নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন। সেখানে কোনো সমাবেশ হবে না। এটা কালকের (রোববার) মিটিংয়ে চূড়ান্ত হবে।’   

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয়গুলো তুলে ধরেন। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডন হয়ে আগামী ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানানোর কর্মসূচিতে বড় জমায়েত করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা সাড়ে ৩টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার পাশের ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং গাজীপুর জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। যাতে সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া অক্টোবরে মাসব্যাপী দলীয় কর্মসূচি নির্ধারণ করতে রোববার আমরা বৈঠকে বসব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনে যাওয়ার রুট এখনো চূড়ান্ত হয়নি। তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নাকি নিচের সড়ক দিয়ে যাবেন, সেটা দেখে আমাদের নেতা-কর্মীদের অবস্থানের স্থান নির্ধারণ করা হবে। রোববারের যৌথ সভায় বিষয়টি চূড়ান্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত