নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এমন এমন সব প্রকল্প করেছে, তার মধ্যে একটা হলো রূপপুর পারমাণবিক প্রকল্প। কোনো দিনই শেষ হবে না। আমরাই ঋণ শোধ করতে করতে শেষ হয়ে যাব।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে নিয়ে একজন ঋণগ্রস্ত লোকের অবস্থা যেমন হয়, দেশের অর্থনীতিকে তেমন করে ফেলেছে। কত দায়িত্বহীনতা! ভবিষ্যৎ প্রজন্মকে লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।
এ সময় সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পত্রিকা খুললে শুধু লুট, লুট, আর লুট। লুট ছাড়া আপনি কিছুই পাবেন না। কারা লুট করছে? যারা আমাদের রাষ্ট্রের দায়িত্বে, তারা।
চলমান আন্দোলনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা তো মার খাচ্ছি,
জেলে যাচ্ছি, মারা যাচ্ছি। তো সবাই মিলে জোরেশোরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই। আমরা তো অন্যায় কিছু চাইছি না। আমরা একটা জিনিস চাই যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করো। নিরপেক্ষভাবে আমরা যাতে সবাই ভোট দিতে পারি, সেই ব্যবস্থা করো।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি। আমরা সবাই যদি পদ আর পদবি নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে কিন্তু হবে না। আমাদের কিছু বেসিক কাজ করতে হবে। কমিটমেন্ট নিয়ে আমাদের যেতে হবে।’
ফখরুল বলেন, ‘আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই যে সরকার—এরা সরকার না, এরা বর্গি, এরা ডাকাত, লুটেরা। এদের যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, এই দেশের অস্তিত্ব থাকবে না। আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারব না। এ জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশকে মুক্ত করার জন্য কাজ করি।’
‘শুধু স্লোগান দিয়ে রাজনীতি হবে না’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জেনেশুনে রাজনীতি করতে হবে। আমি জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করি না। কিন্তু তাদের যে কৌশল, অত্যন্ত বিজ্ঞানসম্মত, ঠিক কমিউনিস্টদের মতোই অনেকটা খেয়াল করে দেখবেন। তাদের স্টাডি সেল আছে। তাদের যে ছাত্র শিবির, তাদের সেল আছে। তাদের লেখাপড়া করতে হয়, বইপত্র পড়তে হয়। জ্ঞানের চর্চা যদি না থাকে, জ্ঞানচর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না।
জিয়াউর রহমান ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আপনারা বিএনপি হতে যায়েন না। আপনারা বিএনপির থিঙ্কট্যাঙ্ক হোন।’
ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এমন এমন সব প্রকল্প করেছে, তার মধ্যে একটা হলো রূপপুর পারমাণবিক প্রকল্প। কোনো দিনই শেষ হবে না। আমরাই ঋণ শোধ করতে করতে শেষ হয়ে যাব।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে নিয়ে একজন ঋণগ্রস্ত লোকের অবস্থা যেমন হয়, দেশের অর্থনীতিকে তেমন করে ফেলেছে। কত দায়িত্বহীনতা! ভবিষ্যৎ প্রজন্মকে লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।
এ সময় সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পত্রিকা খুললে শুধু লুট, লুট, আর লুট। লুট ছাড়া আপনি কিছুই পাবেন না। কারা লুট করছে? যারা আমাদের রাষ্ট্রের দায়িত্বে, তারা।
চলমান আন্দোলনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা তো মার খাচ্ছি,
জেলে যাচ্ছি, মারা যাচ্ছি। তো সবাই মিলে জোরেশোরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই। আমরা তো অন্যায় কিছু চাইছি না। আমরা একটা জিনিস চাই যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করো। নিরপেক্ষভাবে আমরা যাতে সবাই ভোট দিতে পারি, সেই ব্যবস্থা করো।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি। আমরা সবাই যদি পদ আর পদবি নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে কিন্তু হবে না। আমাদের কিছু বেসিক কাজ করতে হবে। কমিটমেন্ট নিয়ে আমাদের যেতে হবে।’
ফখরুল বলেন, ‘আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই যে সরকার—এরা সরকার না, এরা বর্গি, এরা ডাকাত, লুটেরা। এদের যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, এই দেশের অস্তিত্ব থাকবে না। আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারব না। এ জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশকে মুক্ত করার জন্য কাজ করি।’
‘শুধু স্লোগান দিয়ে রাজনীতি হবে না’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জেনেশুনে রাজনীতি করতে হবে। আমি জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করি না। কিন্তু তাদের যে কৌশল, অত্যন্ত বিজ্ঞানসম্মত, ঠিক কমিউনিস্টদের মতোই অনেকটা খেয়াল করে দেখবেন। তাদের স্টাডি সেল আছে। তাদের যে ছাত্র শিবির, তাদের সেল আছে। তাদের লেখাপড়া করতে হয়, বইপত্র পড়তে হয়। জ্ঞানের চর্চা যদি না থাকে, জ্ঞানচর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না।
জিয়াউর রহমান ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আপনারা বিএনপি হতে যায়েন না। আপনারা বিএনপির থিঙ্কট্যাঙ্ক হোন।’
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১২ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১৩ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৫ ঘণ্টা আগে