Ajker Patrika

সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫: ১২
সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে: মঈন খান

সরকার নির্বাচনের নামে নাটক করছে বলে উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সরকারের এই নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। আজ রোববার দুপুরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘সরকারের সাজানো যে নির্বাচনের নাটক, আজ সকাল থেকে সেই নাটকের শেষ মঞ্চায়ন হচ্ছে। আমরা এক বছর ধরে বলছি, এ দেশের জনগণ এ সরকারকে বর্জন করেছে। আজ ভোট প্রত্যাখ্যানের মাধ্যমে দেশ ও বিদেশিদের কাছে জনগণ তা প্রমাণ করে দিয়েছে। সরকারের এই নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের বাস্তবায়ন।’ 

নির্বাচনকে ভুয়া উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশ-বিদেশি সব গণমাধ্যমে এই মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে।’ 

এর আগে, ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেছিলেন, ‘ডামি প্রার্থীর কথা সরকার নিজেই বলেছে। শুধু ডামি প্রার্থী ও দল নয়; আজকে এই সরকার যে পর্যায়ে এসেছে, তারা ডামি ভোটারও তৈরি করছে।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, সাজানো এই নির্বাচনে কিছুটা বৈধতা অর্জনের প্রয়াসে মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি উপস্থাপনের লক্ষ্যে আওয়ামী লীগ একের পর এক অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষাবলয়ের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সুবিধাভোগী অন্তত এব কোটি মানুষকে বেছে নিয়েছে তারা। ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনকে দিয়ে তাঁদের ওপর চাপ প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে না গেলে সামাজিক সুবিধাভোগী এসব মানুষের সুবিধা বাতিল হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। 

মঈন খান আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত