নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট। সারা দেশে এ হরতাল কর্মসূচি পালন করবে বাম জোট।
আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাককর্মী হত্যার বিচার, নতুন মজুরি ঘোষণা, একতরফা তফসিল ঘোষণা না করা, সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইকবাল কবির জাহিদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকারের এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের দাবি উপেক্ষা করে আজ ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নিয়েছে। এখনো সময় আছে ৭টার আগেই আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তফসিল ঘোষণা বন্ধ করেন। যদি আজ তফসিল ঘোষণা করা হয় তাহলে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা হরতাল ঘোষণা করব।’
জাহিদ আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে সরকার পদত্যাগ, সংলাপ এবং তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য লাগাতার আন্দোলন করে আসছে। দেশের অধিকাংশ ক্রিয়াশীল বিরোধী দল তারাও এসব দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার এসব তো তোয়াক্কা করছে না।
সমাবেশের শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।
আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট। সারা দেশে এ হরতাল কর্মসূচি পালন করবে বাম জোট।
আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাককর্মী হত্যার বিচার, নতুন মজুরি ঘোষণা, একতরফা তফসিল ঘোষণা না করা, সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইকবাল কবির জাহিদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকারের এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের দাবি উপেক্ষা করে আজ ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নিয়েছে। এখনো সময় আছে ৭টার আগেই আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তফসিল ঘোষণা বন্ধ করেন। যদি আজ তফসিল ঘোষণা করা হয় তাহলে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা হরতাল ঘোষণা করব।’
জাহিদ আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে সরকার পদত্যাগ, সংলাপ এবং তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য লাগাতার আন্দোলন করে আসছে। দেশের অধিকাংশ ক্রিয়াশীল বিরোধী দল তারাও এসব দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার এসব তো তোয়াক্কা করছে না।
সমাবেশের শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
২০ মিনিট আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১০ ঘণ্টা আগে