Ajker Patrika

রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল না দিতে সিইসিকে লেবার পার্টির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৪: ৪৫
রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল না দিতে সিইসিকে লেবার পার্টির চিঠি

রাজনৈতিক সমঝোতা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। 

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির পিএসের কাছে এসংক্রান্ত চিঠি দেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিকুর রহমান ইরান। 

সিইসিকে দেওয়া চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় দেখা যায় যে, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো পরিবেশ বর্তমানে না থাকায় রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমতাবস্থায় নির্বাচন হলে তা হবে অগ্রহণযোগ্য, একপেশে, প্রশ্নবিদ্ধ ও বিরোধপূর্ণ নির্বাচন, যা সংবিধান পরিপন্থী। তাই একটি সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা একান্ত আবশ্যক। 

চিঠিতে আরও জানানো হয়, যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়ায় এর একক ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে, সেহেতু সব দলের অংশগ্রহণমূলক ও অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ছয়টি বিষয়ে অনুরোধ করে দলটি। সেগুলো হলো—স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করা; রাজনৈতিক সব দলের অংশগ্রহণ নিশ্চিতকরণের পরিবেশ সৃষ্টি করা; রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতাদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দলীয় কার্যালয়গুলো ব্যবহারের সুযোগ প্রদানের ব্যবস্থা করা; নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তির তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযাচিত হস্তক্ষেপ, দমন, পীড়ন ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধের ব্যবস্থা গ্রহণ করা এবং নির্বাচনকালীন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অবৈধ অর্থ, অস্ত্র ও পেশিশক্তির প্রভাব ও নিয়ন্ত্রণ রোধ করার পদক্ষেপ গ্রহণ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত