Ajker Patrika

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলা: সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রিমান্ড শেষে কারাগারে

অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বুধবার বিকেলে রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর শুনানি শেষে আদালত এ মামলায় নজিবুর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগার থেকে রিমান্ডে নেওয়া হয়।

মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর করেন তাঁরা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ৬ অক্টোবর দিনগত রাতে ঢাকা থেকে নজিবুরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাঁকে কারাগারে হাজির করে হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে তাঁকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত