নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আজকের বৈঠকে আমরা ঢাকা মহানগরে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের কথা জানিয়েছি এবং এর কারণ জানতে চেয়েছি।’
‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না, যে কোনো বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে সভা করতে পারবে না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। এটা আমরা ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। এভাবে যেন গ্রেপ্তার করা না হয়। পাশাপাশি আমরা যেটা বলেছি গ্রেপ্তার করার পর সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল—এটা সত্য কথা না।’
আব্দুস সালাম বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর এখন নির্বাচন সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, বিএনপিকে ঘরে ঢোকানোর জন্য তারা বিএনপির নেতা, সংগঠককে বেছে বেছে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করবে এটা হতে পারে না। আমরা এটার প্রতিবাদ করেছি।’
আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যতটুকু পুলিশের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা চেয়েছি জানিয়ে তিনি বলেন, ‘কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তাঁর কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি, সেটা তাঁকে বলেছি।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ডিএমপি কমিশনার সাহেব খুব আন্তরিকতার সঙ্গে বলেছেন, আপনারা আমাদের অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। গ্রেপ্তারের ব্যাপারেও বলেছেন, আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব, ভবিষ্যতে যেন এমন না হয়।’
আমান বলেন, ‘সার্বিক ব্যাপারে আমরা সব তুলে ধরেছি। ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন—এ বিষয়গুলো তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন।’
বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আজকের বৈঠকে আমরা ঢাকা মহানগরে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের কথা জানিয়েছি এবং এর কারণ জানতে চেয়েছি।’
‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না, যে কোনো বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে সভা করতে পারবে না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। এটা আমরা ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। এভাবে যেন গ্রেপ্তার করা না হয়। পাশাপাশি আমরা যেটা বলেছি গ্রেপ্তার করার পর সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল—এটা সত্য কথা না।’
আব্দুস সালাম বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর এখন নির্বাচন সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, বিএনপিকে ঘরে ঢোকানোর জন্য তারা বিএনপির নেতা, সংগঠককে বেছে বেছে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করবে এটা হতে পারে না। আমরা এটার প্রতিবাদ করেছি।’
আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যতটুকু পুলিশের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা চেয়েছি জানিয়ে তিনি বলেন, ‘কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তাঁর কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি, সেটা তাঁকে বলেছি।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ডিএমপি কমিশনার সাহেব খুব আন্তরিকতার সঙ্গে বলেছেন, আপনারা আমাদের অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। গ্রেপ্তারের ব্যাপারেও বলেছেন, আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব, ভবিষ্যতে যেন এমন না হয়।’
আমান বলেন, ‘সার্বিক ব্যাপারে আমরা সব তুলে ধরেছি। ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন—এ বিষয়গুলো তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন।’
বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু।
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
৩ ঘণ্টা আগেআজ বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সব গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা
৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ভোট গ্রহণ চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে ভোটার নয় এমন স্কুল ছাত্রদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টিসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন তুলেছেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণ আদৌ কিছু জানেন কি না। এ বিষয়ে তাঁরা কতটা
৫ ঘণ্টা আগে